আলাভোলা
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৬ নভেম্বর, ২০১৪, ১২:৪০:২৩ দুপুর
ইচ্ছে মতোই চলছে এদেশ
ইচ্ছে মতোই বুলি,
মন্ত্রী থেকেই শুরু বেফাঁস
কথার ছোড়া গুলি।
সব কিছুতেই গা-ছাড়া ভাব
সব কিছুতেই হেলা,
দেশটা নিয়ে যে যার মতোই
করছে পুতুল খেলা।
চারশ কোটি টাকা না কি
তেমন কিছুই নয়,
চারশ টাকার জন্য ফের কেউ
জেলে, পরে রয়।
বিশ্ব জুড়েই সভ্য দেশে
অপরাধ, যেই ঘুষ,
আমার দেশের মন্ত্রী বলেন
নয়তো এটা দুষ।
লেখা পড়ার নেই প্রয়োজন
দলের কর্মী হলে,
ভাইবা তে ফিট করে দিবেন
ক্ষমতারই বলে।
কাজের থেকেও কথায় চতুর
মুখের লাগাম খোলা,
ভাবছে তারা দেশের মানুষ
খুবই আলাভোলা।
----------------------
বিষয়: সাহিত্য
৮৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুবই আলাভোলা ।
আলাভোলা মানুষ রাখলে কিন্তু খরব আছে ! !
ভাল লাগল কবিতা ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন