আলাভোলা

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৬ নভেম্বর, ২০১৪, ১২:৪০:২৩ দুপুর



ইচ্ছে মতোই চলছে এদেশ

ইচ্ছে মতোই বুলি,

মন্ত্রী থেকেই শুরু বেফাঁস

কথার ছোড়া গুলি।

সব কিছুতেই গা-ছাড়া ভাব

সব কিছুতেই হেলা,

দেশটা নিয়ে যে যার মতোই

করছে পুতুল খেলা।

চারশ কোটি টাকা না কি

তেমন কিছুই নয়,

চারশ টাকার জন্য ফের কেউ

জেলে, পরে রয়।

বিশ্ব জুড়েই সভ্য দেশে

অপরাধ, যেই ঘুষ,

আমার দেশের মন্ত্রী বলেন

নয়তো এটা দুষ।

লেখা পড়ার নেই প্রয়োজন

দলের কর্মী হলে,

ভাইবা তে ফিট করে দিবেন

ক্ষমতারই বলে।

কাজের থেকেও কথায় চতুর

মুখের লাগাম খোলা,

ভাবছে তারা দেশের মানুষ

খুবই আলাভোলা।

----------------------

বিষয়: সাহিত্য

৮৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284789
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
284829
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
ফেরারী মন লিখেছেন : আল্লাহ নিজে দেশটা বাঁচিয়ে রেখেছেন নইলে এতদিন ধ্বংস হয়ে যেতো। কবিতা ভালো হয়েছে।
284860
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
আফরা লিখেছেন : ভাবছে তারা দেশের মানুষ
খুবই আলাভোলা ।

আলাভোলা মানুষ রাখলে কিন্তু খরব আছে ! !

ভাল লাগল কবিতা ধন্যবাদ ভাইয়া ।
284919
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন । আরো লিখুন । Applause Applause
284977
১৬ নভেম্বর ২০১৪ রাত ১১:২৪
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ সবাইকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File