ফের ডাক দাও (প্রিয় কবি ফররুখ স্মরণে)

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২০ অক্টোবর, ২০১৪, ১২:৩৬:০৮ রাত



ফের ডাক দাও

---------

এখনো এখানে কুয়াশা কাটেনি দরিয়া টাল মাটাল

এখনো এখানে পোহায়নি রাত যাত্রীরা উম্মাতাল,

তুমি কি এখনো দাড় ঠানো ভুলে আলোর সন্ধানে?

তুমি কি এখনো জেগে, পথ চেয়ে পাঞ্জেরীদের পানে

এখনো এখানে কাঁদে মজলুম, ক্ষুধাতুর নর নারী

এখনো এখানে লাশের মিছিলে চেয়ে দেখ পথ ভারী।

এখনো আমরা ভুল পথে ঘুরি, পথ হারা মুসাফীর

আমাদের ভুলেই এখনো ভাঙ্গেনি গোলামী জিঞ্জির।

তুমি কি এখনো দ্বার ঠেনে ঠেনে নুনা দরিয়ার মাঝি

রাত পোহাবার আশায় ধরো মাঝ দরিয়ায় বাজী?

ডাক দাও ফের প্রিয় ফররুখ, কত দেরী পাঞ্জেরী?

আঁধার রাতের পর্দা ফারায়ে বের হও খুলে ভেরী।

বিষয়: বিবিধ

৯১৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276180
২০ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
276187
২০ অক্টোবর ২০১৪ রাত ০১:২৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

নির্যাতিত বানানের কারণে মূল্যহ্রাস ঘটেছে

সংশোধন এবং সতর্কতা কাম্য

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
276232
২০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০০
নিরবে লিখেছেন : এখনো আমরা ভুল পথে ঘুরি, পথ হারা মুসাফীর

আমাদের ভুলেই এখনো ভাঙ্গেনি গোলামী জিঞ্জির


অনেক ভালো লাগলো Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File