ওই শালাদের মামলা
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১০ অক্টোবর, ২০১৪, ০৬:৪৬:২০ সন্ধ্যা
গনতন্ত্রের ফেরীওয়ালাদের
ব্যাবসাটা খুব মন্দ,
ডাল খেয়েছে মাল পেয়েছে
তাই রাখে , চোখ বন্ধ।
চলুক গুলি কিংবা বারুদ
প্রতিবাদে রক্ত,
কি এসে যায় ওরাই আসল
স্বৈরাচারীর ভক্ত।
শাহবাগে তেই করবে ফেরী
মুক্তবুদ্ধি চর্চার,
নাওয়া খাওয়া মন জুড়ানো
টেনশন নেই খরচার।
জমির চাচাই সব আয়োজন
করবে চালাও যুদ্ধ,
খুন,ধর্ষন, গুম, লুটে হোক
যতই মানুষ ক্ষুদ্ধ।
দেশটা আপার বাবার একা
ওরা বাগ্নের চামচা,
লিখা যাবেনা,বলা যাবেনা
যতই মারুক খামচা।
মারুক শ্রমিক,সাংবাদিক আর
দেশের সেনা নিত্য,
শাহাবাগেই থাকবে জেগে
চামচা কামুক ভৃত্য।
কাঁটা তারেই আটকে আছে
গনতন্ত্রের লাশ টা ,
ফেলানীরা নাগরিক নয়
বাংলাদেশের খাস টা।
ওপার থেকেই আসছে বেতন
এপার ওরা কামলা,
এপার ওপার এক করাটাই
ওই শালাদের মামলা।
বিষয়: সাহিত্য
৮৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেরারী মন লিখেছেন : জ্বালাময়ী রাজনৈতিক কবিতা। ভালো লাগলো।
জাযাকুমুল্লাহ
আমা নেব ডিক্রী,
আর যাই হোক দেশকে মোরা
করব নাকো বিক্রী৷
আমা নেব ডিক্রী,
আর যাই হোক দেশকে মোরা
করব নাকো বিক্রী৷
মন্তব্য করতে লগইন করুন