মাথা পুরাই নষ্ট
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০২ অক্টোবর, ২০১৪, ১২:০২:৪৪ দুপুর
অক্টোবরের ছয় তারিখে সকাল থেকে সন্ধ্যা
ভেসে যাবে রক্তে এই দেশ গোস্ত হবে রান্দা।
ধামা চুরি বটকি নিয়ে তাই তো সবাই ছুটছে
শহর ছেড়ে শিশুরা সব আপন ভিটেয় জুটছে।
ছোট খোকা বাইনা ধরে কিনবে গরু মস্ত
বাজার ঘুরে মিয়া সাহেব হন যে অপদস্ত!
টাকা গুনে থ বনে যান, কিনতে হবে ছানা যে
কিন্ত বাপু ছোট বাবুর ছানা কিনতে মানা যে?
শেয়ার করে কিনবে বড়, মিয়া সাহেব ভাবছে
গিন্নী হটাৎ বললো ফোনে, শুনলা কিছু আবছে?
দেখতে বড়ই নাদুস নুদুস করলে বেশী চক চক
এমন গরু ভেজাল বেশী শুনে মিয়া খাইলো শক।
তার ছেয়ে ডের ছাগল ভালো ভাঙ্গতেও কম কষ্ট
বাজেট,ভেজাল, খোকার ভয়ে মাথা পুরাই নষ্ট।
বিষয়: সাহিত্য
৮৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন