সজোরেই লাথী মারি

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০১ অক্টোবর, ২০১৪, ০৮:৩৯:৫০ রাত

মুক্তচিন্তা মানেই যদি কুকুরের মত চলা

মুক্তচিন্তা মানেই যদি যাই আসে মুখে বলা,

এমন মুক্ত জীবন চাইতে পরাধীতাই সুখ

ইচ্ছে হলেই সমাজ মাঝে এনে দেয় দূর্ভোগ।

মুক্তচিন্তা মানেই যদি তাসলিমাদের দেহ

হিংস্র থাবায় ছিন্ন ভিন্ন রুখীবার নেই কেহ,

ইচ্ছে মতোই ভোগ্য পণ্যে পরিনত হবে নারী

এই মুক্তচিন্তাবাদীর বুকে সজোরেই লাথী মারি।।

মুক্তচিন্তা মানেই যদি শাহবাগে মিছে মেলা

রাত দিন নেই ফুটপাতে যার ইচ্ছে মত খেলা

পথচারীরা থমকে দাঁড়াবে কান্নার শুর শুনি

ধিক্কার দিই তাদের যে ঐ অবুঝ শিশুর খুনী।।

মুক্তচিন্তা মানেই যদি সাজানো বাসর ভাঙ্গা

ক্ষনিকের সুখে বিভোর হয়ে রক্তেই হাত রাঙ্গা,

কুকুরের মত পরিচয়হীন বংশের বিস্তার

এ সব মুক্তচিন্তাবাদীর মুখেই জুতা মার।।

মুক্তাচিন্তা মানেই যদি ধর্মহীনতা করা

ইচ্ছে হলেই ধর্ম নিয়ে বলে যাওয়া মন গড়া

চাইনা এমন মুক্ত জীবন,মুক্তির শ্লোগান

দিবে এমন মুক্তচিন্তার লোকে হোক দেশে বান।।

বিষয়: সাহিত্য

১১০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270592
০১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫০
প্রবাসী মজুমদার লিখেছেন : মুক্তচিন্তা মানেই যদি শাহবাগে মিছে মেলা
রাত দিন নেই ফুটপাতে যার ইচ্ছে মত খেলা

কবিতার শব্দে মুক্তচিন্তার উপর লিখা মনের ভাব অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে আর একটু ঘষামাজা করলে মনে হয় আরও দারুণ হত। তবুও ভাল লাগার কবিতা। প্রতিবাদের কবিতা। ধন্যবাদ কবিতার কবিকে।
270594
০১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৫
বিদ্রোহী কবি লিখেছেন : দোয়া করেন,নিয়মিত ধার দিচ্ছি প্রবাসী মজুমদার ভাই
270595
০১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৫
ফেরারী মন লিখেছেন : চাইনা এমন মুক্ত জীবন,মুক্তির শ্লোগান
দিবে এমন মুক্তচিন্তার লোকে হোক দেশে বান।।

আসলেই এমন মুক্তমনা চাই না।
270625
০১ অক্টোবর ২০১৪ রাত ১০:১৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
270640
০১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৭
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে .. Fantastic
270747
০২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৭
egypt12 লিখেছেন : হায়রে মুক্ত! হায়রে চিন্তা!
270748
০২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩০
আবু আশফাক লিখেছেন : ভাবনার জগত খুলে দেয়া কবিতা। ধন্যবাদ।
270783
০২ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৯
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ সবাইকে উৎসাহিত করার জন্যে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File