সজোরেই লাথী মারি
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০১ অক্টোবর, ২০১৪, ০৮:৩৯:৫০ রাত
মুক্তচিন্তা মানেই যদি কুকুরের মত চলা
মুক্তচিন্তা মানেই যদি যাই আসে মুখে বলা,
এমন মুক্ত জীবন চাইতে পরাধীতাই সুখ
ইচ্ছে হলেই সমাজ মাঝে এনে দেয় দূর্ভোগ।
মুক্তচিন্তা মানেই যদি তাসলিমাদের দেহ
হিংস্র থাবায় ছিন্ন ভিন্ন রুখীবার নেই কেহ,
ইচ্ছে মতোই ভোগ্য পণ্যে পরিনত হবে নারী
এই মুক্তচিন্তাবাদীর বুকে সজোরেই লাথী মারি।।
মুক্তচিন্তা মানেই যদি শাহবাগে মিছে মেলা
রাত দিন নেই ফুটপাতে যার ইচ্ছে মত খেলা
পথচারীরা থমকে দাঁড়াবে কান্নার শুর শুনি
ধিক্কার দিই তাদের যে ঐ অবুঝ শিশুর খুনী।।
মুক্তচিন্তা মানেই যদি সাজানো বাসর ভাঙ্গা
ক্ষনিকের সুখে বিভোর হয়ে রক্তেই হাত রাঙ্গা,
কুকুরের মত পরিচয়হীন বংশের বিস্তার
এ সব মুক্তচিন্তাবাদীর মুখেই জুতা মার।।
মুক্তাচিন্তা মানেই যদি ধর্মহীনতা করা
ইচ্ছে হলেই ধর্ম নিয়ে বলে যাওয়া মন গড়া
চাইনা এমন মুক্ত জীবন,মুক্তির শ্লোগান
দিবে এমন মুক্তচিন্তার লোকে হোক দেশে বান।।
বিষয়: সাহিত্য
১১০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাত দিন নেই ফুটপাতে যার ইচ্ছে মত খেলা
কবিতার শব্দে মুক্তচিন্তার উপর লিখা মনের ভাব অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে আর একটু ঘষামাজা করলে মনে হয় আরও দারুণ হত। তবুও ভাল লাগার কবিতা। প্রতিবাদের কবিতা। ধন্যবাদ কবিতার কবিকে।
দিবে এমন মুক্তচিন্তার লোকে হোক দেশে বান।।
আসলেই এমন মুক্তমনা চাই না।
মন্তব্য করতে লগইন করুন