শত্রু দেশের ধর্মের
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২২:০৩ রাত
তুই কি বেটা নাস্তিক হলি
না কি হইলি আন্ধা,
ইনু মেনন হজ্বে এখন
খাঁটি খোদার বান্দা।।
ক্ষমতা আর লাল পানি খায়
বলিস কি তুই রাম ছাগল,
দলটা কি তোর পাগল ঘোয়াড়
না, দল করিলেই হয় পাগল?
বিয়াদবীর সীমা আছে
সীমা আছে গাদ্দারীর,
জুতা বৃষ্টি হইলে শুরু
বুঝবি মজা মন্ত্রীরীর।।
উঠলে জেগে বীর জনতা
ভাগতে হবে দেশ ছেড়ে,
হজ্বে যাবো আমার টাকায়
বলদ আবার তুই কে রে?
দিন ঘনিয়ে আসছে তোদের
শত্রু দেশের ধর্মের,
হিসসা মতই মিলবে জানিস
এই সব অপকর্মের।।
বিষয়: সাহিত্য
১০৪১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আছে কোন মর্দানা!
সবতো বলদ অণ্ড হারা,
এমনইতো আছে জানা৷
সীমা আছে গাদ্দারীর,
জুতা বৃষ্টি হইলে শুরু
বুঝবি মজা মন্ত্রীরীর।।
মন্তব্য করতে লগইন করুন