পিতাজীর কন্যা
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৬ জুন, ২০১৪, ১২:৫৭:০০ দুপুর
খুন গুম ধর্ষনে ইন্ডিয়া ছাড়িয়ে
গুরুজীর শিষ্য ঠাই আছে দাড়িয়ে।
নোভেল টা পেতে বাকি রক্তের বন্যা,
ইহাতেও কামিয়াব পিতাজীর কন্যা।
বাকি শুধু শেষ খেলা নিজ ঘরে দ্বন্দ্ব,
নেই বাকি, এখানেও রক্তের গন্ধ।
পথ শুধু ছিল এক মুক্তির ইতিহাস,
অপুত্র পাগলটা করে দিল সব নাশ।
আর শুধু ভরসা ওপারের দাদু ভাই,
প্রয়োজনে থাকবেনা বাঁধা আর সীমানায়।
এটাই তো আপনার নিজ ঘর জানবেন,
পিতাজীর কন্যা নিজ হাতে রানবেন।
বিষয়: সাহিত্য
৯৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাগতম হে কবি জগতে এ কাব্যের
কলম চালিয়ে যাও (যান)গেয়ে গান সাম্যের।
স্বাগতম হে কবি জগতে এ কাব্যের
কলম চালিয়ে যাও (যান)গেয়ে গান সাম্যের।
মন্তব্য করতে লগইন করুন