ধিক্কার জরায়ুর স্বাধীনতাবাদী
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২৬ মে, ২০১৪, ০৮:৪৮:৩৮ রাত
শুনেছো কি সভ্য হে জাতি?
শুনেছো কি পলিথিনে মোড়া ছুড়ে ফেলা-
নিস্পাপ সদ্যজাত শিশুর ক্রন্দন?
অতঃপর, সভ্যতার বাহন দ্রুতগামী যানের পদতলে পিষ্ট ছিন্ন ভিন্ন দেহের খন্ডাংশের অট্রহাসী!
জরায়ুর স্বাধীনতাবাদী হে অসভ্য সমাজ?
তোমার অবৈধ সুখ সমুদ্রের তটে আর কতো জমাট বাঁধবে মানব সভ্যতার রক্ত পিন্ড?
ও ভন্ড ভালোবাসার মিথ্যুক প্রতারক ফেরিওয়ালা?
আপন পিঞ্জরে গড়া আর কতো মানব শিশু খুনের পর থামবে তোমার অতীব্র সম্ভোগের সম্ভার?
পৃথিবীর সমস্ত ধিক্কার জরায়ুর স্বাধীনতাবাদী অসভ্য বর্বর খুনীদের সহযোগীদের প্রতি,
আমার পৃথিবী সম ঘৃণা আজ সভ্যতার আড়ালে দেহব্যাবসায়ী নর নারীদের প্রতি।
বিষয়: সাহিত্য
১১৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন