তবে কি আসন্ন আরেকটি ১৫ আগষ্ট?

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০১ মে, ২০১৪, ০৮:০২:২৭ রাত



......এখানে লাশ, ওখানে লাশ, সবখানে লাশ-

প্রতিবাদী মিছিলে পুলিশী ছোড়া বুলেটবিদ্ধ আমীনুরের রক্তাক্ত লাশ,

ফজরের আজানের পূর্বক্ষণে -

মুয়াজ্জিনের চোখে পড়া ডুবার পাশে গুম হওয়া তাজা যুবকের লাশ,

গাঁয়ের মাতুব্বরের হাতে রাতের আঁধারের ধর্ষিতা বিধবা মর্জিনার লাশ,

ছাত্র নেতা মানিকদের হাতে দিন দুপুরে ধর্ষিতা কলেজ ছাত্রী নূপুরের লাশ,

শীতলক্ষায় ভেসে উঠা প্যানেল মেয়র নজরুল ও তার সাথীদের লাশ,

.......চারিদিকে কেবল লাশের মিছিল, এ যেন এক মৃত্যু উপত্যকা,লাশের নগরী,

.....আক্ষেপ,

৪৩ টি বছর পরও বাংলার আকাশে ভেসে ভেরায় পতিত হায়েনা,ভীনদেশী হিংস্র শকুন।

এখন কেবলই অপেক্ষা, আরেকটি সময়ের..............................

এখন কেবলি অপেক্ষা, আরেকটি কুয়াশা বিহীন ভোরের...............

এখন শুধুই অপেক্ষা, ডালিমেরা জেগে উঠার............

সব গুঞ্জনের ডাল পালা ভেঙ্গে সকালের সংবাদ যেন হয় আরেকটি ১৫ আগষ্ট,

এখন কেবলই প্রতিক্ষার প্রহর গুনি ডালিমেরা জেগে উঠার,

এখন শুধুই চেয়ে থাকি আরেকটি লাশের সংবাদের শিরোনামের আশায়-

পতিত হায়েনার লাশ,

ভীনদেশী হিংস্র শকুনের লাশ।

বিষয়: সাহিত্য

১১৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216162
০১ মে ২০১৪ রাত ০৮:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু সেটা করবে কে ?মনে হচ্ছে না এরকম কিছু হবে বলে।
216185
০১ মে ২০১৪ রাত ০৮:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : এখন কেবলই প্রতিক্ষার প্রহর গুনি ডালিমেরা জেগে উঠার,
216231
০১ মে ২০১৪ রাত ১০:১৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : লাশের মিছিলের অবসান তো লাশ দিয়েই হওয়ার কথা।।
216251
০১ মে ২০১৪ রাত ১০:৩৪
আফরা লিখেছেন : আসে না কেন এখনো !!
216336
০২ মে ২০১৪ রাত ১২:৪৬
সবুজেরসিড়ি লিখেছেন : হ্যা এখন শুধুই প্রতিক্ষার পালা . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File