ক্ষমা করো প্রয়িতমা
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৭ জানুয়ারি, ২০১৩, ০৩:০৮:৪০ রাত
আমাকে ক্ষমা করে দিও প্রিয়তমা,
আমাকে নিয়ে তোমার ভাবনা আমি জানি,
তোমার হাসির আবরনে কষ্টের পাহাড় আমি ঠিকই ঠাহর করি,
তোমার ভাবনা যে অযৌক্তিক, তা বলার সাহস আমার নেই,
ঈমানের দায়বদ্ধতার কাছে পরাজিত বলে তোমার যৌক্তিক চাহিদা মেটাতে আমি সত্য্ই অক্ষম,
আর তাই আমাকে ক্ষমা করে দিও।
চারটি বছর হতে চললো তোমার আমার মধুময় দাম্পত্যর কতো প্রহর,
পাওয়া না পাওয়ার কোন অভেযোগ কখনো করনি।
কসম খোদার,
তোমার মত ঈমানদার পবিত্রা রমণী অলীক স্বপ্ন এখন।
কথিত স্বাধীনতার অতল গহবরে নিমজ্জিত নারী জাতির সতিত্বের স্বর্ণালী ইতিহাস।
স্বামী-স্ত্রীর মধুময় মলে বন্দন এখন দূর্লভ।
তোমাকে পাওয়া আমার জিন্দেগীর এক চুরান্ত ধাপ।
এমন কি আবদার ছিল?
ব্যাস্তময় শহুরে জীবনের ক্লান্তিকর সস্তির নিঃশ্বাস,
শীতের পরন্ত বিকেলের সমুদ্র পাড়ের হিমেল হাওয়া,
সাগড়ের কুসুম গরম নুনা পানির ছোয়া,
ছলাৎ ছলাৎ আছড়ে পরা ডেউ,
অথবা একান্ত নির্ঝন কনো গহীন অরন্যের হাত ছানা
কার হৃদয় কে বলো আন্দোলিত করে না?
কিন্তু এই টুকু সময় অথবা আর্থ বিনিয়োগ করার ইচ্ছে সত্বেও তোমার কাছে ক্ষমা চাই।
জানো?
ঈমানের শক্তিশালী শিকলে বন্দী আমার ইচ্ছে গুলো,
অর্থ বিনিয়োগে সময়ের লাভ জনক ব্যাবসার খোজ আমি পেয়ছি।
তোমার অপেক্ষার কস্টে প্রহর গুলো আমি পরিমাপ করি, সময়ের জয়নাব আল গাজালীর সাথীদের সর্বোচ্ছ কুরবানীর নাজরানায়।
হ্যা, ওরাও নারী,
তুমি যখন এই কন্ কনে শীতের গভীর রাত্রীতে টাইলস্ করা ফ্ল্যাট বাসায় দামী তোষকের নিচে আরো তাপ খুজছো,
ঠিক এই সময়ে আমার চোখের সম্মুখে ভেসে উঠে- জালিমের কয়েদখানায় অন্দ্ধকার প্রকষ্টে প্রচন্ড ঠান্ডায় স্যাত স্যাতে নোংরা মেজেতে নির্ঘুম রাত কাটাচ্ছে সুমাইয়ার সহযোদ্ধারা।
ওরা আমার বোন, তোমার মতই নারী।
রক্তাক্ত, ক্ষত-বিক্ষত, লোহার ডান্ডা বেরীর ভারে কারারুদ্ধ বান্নার সাথীদের ত্যাজোদী্প্ত ঈমানের কাছে পরাজিত আমার
দূর্বল ঈমান।
হায়নার ছুড়া বুলেট বৃষ্টির সামনে বুক পেতে দেওয়া কুতুব শহীদের মিছিলের সমনে আমি লজ্জ্বিত।
আর তাই তোমার কাছে ক্ষমা চাই প্রিয়তমা,
ওই যে লাভ জনক ব্যাবসার কথা বেলেছি,
এখন আমি শপথদীপ্ত,
আমার সকল অর্থ,সময়,বুদ্ধি, মেধা এখানেই বিনিয়োগ
করবো।
বিষয়: সাহিত্য
১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন