রক্তেই সমাধান

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৯ নভেম্বর, ২০১৩, ০২:৪৪:২৯ রাত

নব সাজে সজ্জিত

কেবিনেট মহাজোট,

যাক বাবা আরো কিছু

করে নিক হরি লুট।

মহাচোর হাসিনা

বেঈমান এরশাদ,

দেখে নেবো ইনুদের

ক্ষমতায় কত স্বাদ?

দেখি কত পিপাসা

ডাইনী হাসিনার,

দেখে নিব বাংলায়

কত আছে গাদ্দার।

ইসলাম নিয়ে কতো

খেলে যায় নাস্তিক,

দেখে নিব ভন্ড আর

আছে কত মুনাফিক।

ভেসে যাক হাসিনা

স্বপ্নের বন্যায়,

কত পারো করে যাও

জুলুম আর অন্যায়।

সব খেলা শেষ হলে

খেলা শুরু জনতার,

তারপর দেখে নিবে

বেঈমান গাদ্দার।

রক্তের শোধ হবে

রক্তেই সমাধান,

শোন হাসু ডাইনী

হয়ে যা সবাধান।

বিষয়: সাহিত্য

৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File