মুক্তির উৎসব

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৩ নভেম্বর, ২০১৩, ০১:৩০:৪০ রাত

মুক্তির উৎসব

তাহলে কি এভাবেই খুবলে খাবে দেশ?

থেকে যাবে রানী?

এভাবেই রয়ে যাবে ভয়ংকর পরিবেশ?

ঠানতে হবে গ্লানি?

বাতাসেই উড়ে যাবে কি শোষিতের স্বর?

মজলুম কারাগারে?

হারামী শকুনই রয়ে যাবে অটল অনঢ়?

গল্পই শুনবো আসাড়ে?

না না,জাগতেই হবে ফের তপ্ত ঈমান বলে

তাগুতেই দিব হানা,

শান দাও তবে, ফের ঈমান সতেজ হলে

দিয়ে দাও নাজরানা।

যে ঈমান ত্যাজে কুফরের ভীত উমরের তলোয়ার

ছিন্ন করিল সব

আমরাই ভাঙ্গিব নব্য শকুন হায়েনার কারাগার

ফের মুক্তির উৎসব।

বিষয়: সাহিত্য

৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File