ময়দানে মুনাফিক
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:১৫:৩২ রাত
যুদ্ধ টা শুরু হলে হক আর বাতিলে
তুমি কে চিনবো চুপ করে থাকিলে,
তুমি খাঁটি মুসলিম না কি খুব সস্তা
হেকমত বলে খুজো পালানোর রাস্তা,
না কি তুমি গিরগিটি ময়দানে মুনাফিক
আজ খুব প্রয়োজনমুজাহিদ নিভীক,
না কি তুমি খুজে ফেরো ফালানোর রাস্তা
আজ নয় দরকার ঈমানদার সস্তা।
বিষয়: সাহিত্য
৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন