বিশ্বজিতের খুনিরা
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০১ জানুয়ারি, ২০১৩, ১১:৪৯:১৭ রাত
সোনার বাংলার সোনার ছেলে
দোষ কি তাতে এমন হলে?
দেশটা আমার বাবার একা
এটাই দেশের ভাগ্যে লেখা,
কি এস যায় কান্ড এমন
আমার ভাইও ছিলো তেমন,
ছেলে টাও মোর দষ্যি পাজি
ভীন দেশীতে তাইতো রাজি,
জম্ম বাবার ধর্ম ছাড়া
তাই ছেলে মোর ধর্ম হারা,
দেশটা এমন নষ্টি হলে
দোষটা আমার যাইবে চলে।
বিষয়: সাহিত্য
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন