Rose টুডে ব্লগ যেন গোলাপের কুঁড়ি Rose

লিখেছেন লিখেছেন সত্যের পথিক ০২ জানুয়ারি, ২০১৩, ০৯:০৫:৩৮ রাত



কুঁড়ি

তুমি অপ্রস্ফুটিত,

তুমি নও প্রতিষ্ঠিত,

তুমি আগামি দিনে সৈন্দর্য্য।

কুঁড়ি

তুমি নও আজকের জন্য,

মানুষ তোমাকে নেয় মনে অন্য,

তোমার আধা নগ্ন চেহারা মনকে করে মগ্ন।

কুঁড়ি

হতে পারো তুমি ছোট,

হতে পারো ক্ষুদ্র,

ভাবি তোমার পাওয়া অনেক বড়।

কুঁড়ি

সান্তনা দেই তোমায়, তুমি নও আজকের,

নও তুমি কালকের,

তুমি প্রস্ফুটিত কালের সাহারা।

বিষয়: সাহিত্য

১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File