যায় যায় দিন

লিখেছেন লিখেছেন ফিদাত আলী সরকার ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৪:৩২ সকাল



আমার একটা প্রিয় সাপ্তাহিক পত্রিকা ছিল। নাম যায় যায় দিন। এখন অবশ্য এটি দৈনিক হিসাবে প্রকাশিত হয়। তবে অন্য প্রকাশক এবং অন্য সম্পাদক। আমাদের সেই যায় যায় দিন নেই।

১৯৯৫ সালে ওয়েস্ট এন্ড হাই স্কুলে নবম শ্রেণীতে থাকা অবস্থায় মোহম্মদ মোবারক হোসেন (সুমন) নামে এক কিশোরগঞ্জের ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটি লেখাপড়ায় ভাল ছিল, লেখালেখির হাত ছিল, সুদর্শন-চতুর-মেধাবি ছিল। আমি তখন উত্তর শাহজাহানপুরে থাকতাম। খিলগাঁও রেলগেট থেকে টেম্পু করে গুলিস্থান, আবার গুলিস্থান থেকে টেম্পু/বাস করে আজিমপুরে যেতাম। আসার সময় অনেকবার আমি বাসে করে ফুলবাড়িয়া হয়ে আসতাম। ওই বাসে মোবারকও আসত। প্রথম একমাস ও আমাকে বোকা বানিয়ে রেখেছিল। ও বলত ও শাহজাহানপুরে থাকে। আমিও বিশ্বাস করতাম। তারপর একদিন আমি যখন দেখলাম ও জেলখানা রোডে সামনে নেমে যায় তখন বুঝলাম ও মিথ্যা কথা বলে। যাই হোক ওই আমাকে যায় যায় দিনের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন বোধহয় ৭ টাকা ওটার দাম ছিল।দুইটি সংখ্যা কিনেছিলাম। ভাল লাগেনি। কারন আমি তখন অন্ধ বি এন পি ভক্ত ছিলাম। আর যায় যায় দিন ছিল সরকার বিরুধি সাপ্তাহিক পত্রিকা ছিল।

আমি ক্লাস সিক্স থেকে লেখালেখি করি। প্রথমে কবিতা, এরপর গল্প এবং শেষে উপন্যাস লেখার চেষ্টা করেছি। আমার লেখা কোথাও প্রকাশ করার চেষ্টা করিনি। একবার আমার আব্বা ইত্তেফাকে আমার একটা কবিতা নিয়ে গিয়েছিল। বোধহয় কোন স্তুপে হারিয়ে গেছে বা প্রকাশযোগ্য নয় বলে প্রকাশ পায়নি।

১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ যখন ২১ বছর পর আবার ক্ষমতায় এল তখন আমার মত খাঁটি বি এন পির সমর্থক খুব দুঃখ পেয়েছিল।২০০১ সাল আসতে আসতে সারাদেশে সেই দুঃখ ছড়িয়ে গিয়েছিল।তখন আমরা কত গডফাদারে পরিচয় পেয়েছিলাম! ইকবাল-মকবুল-শামিম- হাজারী আরও কত কি?

এ সময় আমাদের বিদ্রোহী সঙ্গী ছিল যায় যায় দিন। এসময় সরকারের বিরুদ্ধে একমাত্র উচ্চমানের মিডিয়া ছিল যায় যায় দিন। ২০০১ সালে নির্বাচনে আওয়ামী লীগে পরাজয়ের অন্যতম সহায়ক শক্তি ছিল এই পত্রিকাটি।

আজ আমার খুব একা লাগে। আমার মতো ব্লগাররা হয়তো সরকারের বিরুদ্ধে কিছু প্রতিবাদ করছি। কিন্তু আমাদের যায় যায় দিনের শক্তিশালি সাপ্তাহিক নেই। শফিক রেহমান আগের মত তরুণ নেই, না শারীরিকভাবে, না মানসিকভাবে। তাঁর জায়গায় অন্যকে কল্পনা করা যায় না। সে বিশেষ সংখ্যার "মৌচাকের ঢিল" ,

টকশো "লাল গোলাপ " আর বি এন পির উপদেষ্টা হিসেবে আছেন।আমরা আপনার পত্রিকা পড়ে সমালোচনা করতে শিখেছি। আজ আপনি আমাদের ( পাঠক) থেকে দূরে চলে গেছেন। আমরা আপনার যায় যায় দিনকে খুব মিস করি।

বিষয়: বিবিধ

১৬২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File