নতুন করে
লিখেছেন লিখেছেন ফিদাত আলী সরকার ২৫ অক্টোবর, ২০১৩, ১২:৪৮:২১ দুপুর
কত কাল লেখেছি কবিতা
একা একা
কত কাল হেসেছি বৃথা
একা একা
কারণে অকারণে
লেখিছি কত গান
জেনে না জেনে
নিয়েছি কত প্রান
আমি গল্পে বলে গেছি কত কথা
আমি অল্পে দিয়ে গেছি কত ব্যথা
আমি নতুন করে নতুন করে কবিতা লেখব
আমি নতুন করে জীবন গড়বো !!
বিষয়: সাহিত্য
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন