কোন ভদ্রলোক কি নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হবেন?
লিখেছেন লিখেছেন ফিদাত আলী সরকার ২৩ অক্টোবর, ২০১৩, ০৩:২৭:৪৫ দুপুর
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ যে প্রস্তাব দিয়েছেন তা যদি কোন ভাবে সম্ভব হতো বাস্তবায়নে। তাহলে কি কোন ভদ্রলোক নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হতেন? মনে হয় না।কারণ
১) আওয়ামী লীগ তথা মহাজোট নির্বাচনে তো হারতেন এবং তা তথাকথিত বড় নেতাদের জামানত রক্ষা হত না। প্রতিক্রিয়া সরূপ তাদের তর্জন-গর্জন আর গালির বাহারে এসব উপদেষ্টার পূর্বপুরুষরা জাহান্নামের চেয়ে জ্বালায় ভুগিতেন।
২) সাথে মহাজোটের পালা মিডিয়া কুকুরের মতো গেউ গেউ করিয়া উঠিত। তাহাদের (মিথ্যা) সংবাদ কত রকম রূপকথা থেকে শুরু করে সায়েন্স ফিকশন হার মানাত। সকল কথনে খলনায়ক সরূপ এই সকল উপদেষ্টার নাম সোনার অক্ষরে লিখিত হত।
৩) সাথে মহাজোটের সন্ত্রাসীদের মারতো রয়েছে।
৪) সাথে নব্য রাজাকারের উপাধি মিলতে পারে।
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন