সামাজিক সংঘাতের দিকে দেশ ! ! !
লিখেছেন লিখেছেন পরিবর্তন ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫৫:০৫ বিকাল
মিছিল নিয়ে নামলেই পুলিশের গুলি চলছে যা পাকিস্তানী বর্বরতাকেও হার মানায়। এর পরিপ্রক্ষিতে বিক্ষুদ্ধ মিছিলকারীদের পুলিশের হামলা। ফলে সহিংসতা, ভাঙচুর ও হরতাল।
যাদের দ্বারা জনগণের জানমাল রক্ষার কথা তাদের দ্বারাই জনগণের মৃত্যু।
আমার অধিকার ও দাবী কে যখন অগ্রাহ্য করা হবে আমার মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়া হয় তখন কেন আমি বিক্ষুব্ধ হব না, যখন আমার সাথে অন্যায্য, অন্যায়, মিথ্যাচারে জর্জরিত করা হবে তখন আমি ক্রোধ নিবারণ করবো কিভাবে?
আমি তো বাধ্য তোমার সাথে আমার খারাপ আচরণ করতে, তুমি কি করতে?
দেশকে কি ৭১ এর রণাঙ্গন বানাতে চাও ?
সারাদেশে যেভাবে রাজনৈতিক থেকে এখন সামাজিক, অর্থনৈতিক বিদ্বেষ ছড়ানো হচ্ছে তাতে তোমাদের বা দেশের কোন লাভ নেই ।
যাদের অভিযুক্ত করছো তাদের দলে যেমন অনেক মুক্তিযোদ্ধা রয়েছে ঠিক তেমনি যাদের অভিযুক্ত করছনা তাদের দলেও অনেক যুদ্ধপরাধী, রাজাকার রয়েছে।
মুক্তমনা মুক্ত চিন্তার অধিকারী হও তোতা পাখির মত বুলি আওড়িও না।
তাতে সামাজিক সংঘাত সৃষ্টি হবে, বাড়বে বৈ কমবে না এবং একসময় বর্তমান সিরিয়ার মত পরিস্থিতি আমাদেরও হতে পারে ! ! !
অতএব এখানে সীমাবদ্ধ থাকা উচিত
"একদফা একদাবী
সব যুদ্ধাপরাধীর ফাঁসি"
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন