অভূতপূর্ব, অবিস্মরণীয়, অকল্পনীয়, সারা বিশ্বের বিস্ময়!
লিখেছেন লিখেছেন পরিবর্তন ০৭ এপ্রিল, ২০১৩, ০৪:৩৮:২৫ বিকাল
ভাষায় প্রকাশ করার মত ভাষা আমি খুজে পাই না, শুধু তাকিয়ে হতবাক হয়ে যাই। এরকম দেখতে পাবো আশা করি নাই। যখন আমার ২০০ শতাধিক মুসল্লি ভাইদের একজন আল্লামা মিথ্যা ফাসির আদেশের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারাল এবং মিছিল দেখা মাত্র গুলি করা হতো, মাত্র ৩৫ দিনের ব্যবধানে এত বিশাল জনসমাবেশ সারা বিশ্বকে ভাবিয়ে তুলল। না এই দেশ এখনও মুসলমানদের, এই দেশ শাহজালালের, শাহ মখদূমের, বায়জীদ বোস্তামীর, ঈসা খাঁ, সুলতান বলখীদের উত্তর সূরীদের।
ঢাকাসহ সারাদেশে আকাশ, বাতাস ধ্বনিত হইল মহান আল্লাহর নামে শ্লোগান। তাইতো তারা চারদিক প্রকম্পিত করলো-
নারায়ে তাকবির,
আল্লাহু আকবার।
নবীজীর অপমান
সইবে নারে মুসলমান।
আল কোরআনের আলো
ঘরে ঘরে জ্বালো।
বদর যুদ্ধের হাতিয়ার
গর্জে উঠুক আরেকবার।
লংমার্চ দিচ্ছে ডাক
মুসলমানরা জাগরে জাগ।
যে এখানে এসেছে সেই ব্যক্তিই মাত্র বুঝতে পেরেছে জাগরণ কাকে বলে। বিশেষ করে সাধারণ মানুষ খাদ্য-পানীয় নিয়ে যেভাবে এগিয়ে এসেছে এবং কত আন্তরিকতার সাথে সেগুলো বিলি করছে তা একমাত্র প্রত্যক্ষ করা ছাড়া বলে বোঝানো সম্ভব নয়। শিশু-কিশোর, যুবক, বৃদ্ধ, ছাত্র, শিক্ষক, চাকুরীজীবি, মসজিদের ইমাম, রিকশাওয়ালা থেকে, কুলি, মজুর, সিএনজি চালক, ফেরিওয়ালা, ফলবিক্রেতা কে নেই এই সমাবেশে এবং সবাই যার যার সামর্থ্য দিয়ে খাবার নিয়ে এসেছেন লং মার্চে আগত ভাইদের মেহমানদারীর জন্য, সমাবেশে নারীদের অনুমতি ছিল না যদি অনুমতি থাকতো তাহলে নারীরাও সংখ্যায় এর অর্ধেক অবশ্যই হতো, তারপরেও তারা ঘরে হাতগুটিয়ে বসে থাকেননি নিজের সন্তানকে দিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া মিছিলের জন্য পানি, খাবার পাঠিয়েছেন ............... এবং এটাই প্রকৃত জাগরণ।
দিকে দিকে যায় শোনা যায়
বিপ্লবী আযান
ফিরে পেতে চায় যে তারা
হারানো সম্মান
রক্ত ঝরা পথ
জাগছে জনমত।
আল-কোরআনের আলোর সামনে
সব যে আলোহীন।
এখন আমরা আশা করতে পারি যে ইসলামী বিপ্লব অবশ্যাম্ভাবী এবং ৬ এপ্রিল'১৩ লংমার্চ তার প্রি - টেস্ট মাত্র।
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন