বর্তমান সংঘাত বন্ধে করণীয়..............
লিখেছেন লিখেছেন পরিবর্তন ০৩ মার্চ, ২০১৩, ০১:৪৬:২২ দুপুর
শাহবাগ কোন সংবিধান না, শাহবাগ কোন সরকার না যে আমাকে শাহবাগের কথা মত চলতে হবে, শাহবাগের কথামত চলে আজকে দেশের এই সংঘাতময় পরিস্থিতি-
১. শাহবাগের গণ বিদ্বেষ কার্যক্রম অবিলম্বে বন্ধ ঘোষণা
২. পুলিশের গুলিবর্ষণ বন্ধ করা
৩. সরকার ও বিরোধীদল উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শণ
৪. প্রশ্নবিদ্ধ ট্রাইবুন্যাল ও বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা
৫. একে অপরের বিরুদ্ধে রেষারেষি, উস্কানিমূলক বক্তব্য হতে বিরত থাকা
৬. সবার উপরে দেশ, দেশের মানুষ, দেশের সম্পদ
৭. গণতান্ত্রিক শান্তিপূর্ন প্রতিবাদের অধিকার স্বীকার ও সহযোগিতা করা
আর একজন মানুষের জীবনও যেন সরকার বা বিরোধীদের হাতে না যায় এই শপথ নিয়ে কাজ করা।
কারো জীবন নেয়া নয় বরং জীবন বাঁচানোই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাজ।
বিষয়: রাজনীতি
১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন