হায়রে দেশপ্রেম ! ! !

লিখেছেন লিখেছেন পরিবর্তন ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৪:০৭ সকাল

জাগ্রত জনতার একজন মারা গেল

আর তৌহিদীর জনতার মারা গেল ১২ জন এবং গুলিবিদ্ধ হয়ে আহত শত শত আর গ্রেফতার সহস্রাধিক।

শোক কাদের বেশী হওয়া উচিত ?

তোমাদের ১ জনের জন্য শোক

আর তাদের ১২ গুণ শোক তোমাদের থেকে।

১ জনের জন্য দরদ উথলে উঠলো সবার

আর ১২ জনের কথা মনে পড়লো না

হায়রে নির্লজ্জ মিডিয়া, বুদ্ধিজীবি, সাংবাদিক তোমাদের চোখে কালো কাপড় বাঁধা।

পুলিশের গুলিতে ১২ জন যারা মরলো তারা কি সন্ত্রাসী ছিল, রাজাকার ছিল, নাকি তোমার আমার মতোই সমবয়সী কিশোর, ছাত্র, যুবক ছিল, কোন মায়ের সন্তান ছিল ।

দেশে সহিংসতা, বিদ্বেষ, হানাহানি ছড়িয়ে দেশপ্রেমের পরিচয় দেওয়া কি ঠিক?

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File