যুদ্ধপরাধীর বিচার নিয়ে কেন প্রশ্ন?

লিখেছেন লিখেছেন পরিবর্তন ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৪০:৩২ দুপুর

আজকে মিডিয়া তথা সরকারের বুদ্ধি ব্যবসায়ীর অপপ্রচারে যুদ্ধপরাধ মানেই হচ্ছে জামায়াত।

আমার প্রশ্ন হচ্ছে যুদ্ধপরাধী কি শুধু জামায়াতেই আছে?

আওয়ামীলীগে কি নেই? অন্যান্য দলে কি নেই?

জামায়াত করলেই যুদ্ধপরাধী? আর আওয়ামীলীগ করলেই কি মুক্তিযোদ্ধা?

রাজপথে কেন এই সহিংসতা? যে অপরাধী, তার পক্ষে কেন জনসমর্থন থাকবে? যে চিহ্নিত যুদ্ধপরাধী, তার পক্ষে কেন এই ডিজিটাল যুগেও সাফাই সাক্ষী থাকবে?

বাংলাদেশের ইতিহাস বলে ততকালীন সময়ে কিছু দল বিশেষ করে ইসলামী দলগুলো সরাসরি স্বাধীনতার বিরোধীতা করেছে উল্লেখযোগ্য কারণ-

# পাকিস্তান ভাঙ্গা ভারতের একটা ষড়যন্ত্র।

# পাকিস্তান ভাঙ্গলে মুসলিম রাষ্ট্র দ্বিখন্ডিত হয়ে যাবে।

# বাংলাদেশ ভারতের নতুন তাঁবেদার রাষ্ট্রে পরিণত হবে

# '৭১ এর আগে যে দুটি যুদ্ধ হয়েছিল তাতে ভারতের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ভাতৃঘাতি সংঘাত

কিন্তু বর্তমান প্রেক্ষাপট তো ভিন্ন এটা স্বাধীন বাংলাদেশ এখন তো দ্বিধা-দ্বন্দ নেই। তাই তাদের উচিত ভুল স্বীকার ও ক্ষমা চাওয়া।

আর যারা যুদ্ধপরাধ/ মানবতাবিরোধী অপরাধ করেছে তারা বেশীরভাগই জীবিত নেই।

যুদ্ধপরাধ ১৯৫জন পাকিস্তানী সৈন্যের নাম যা পরে দায়মুক্তি দেওয়া হয়।

যুদ্ধপরাধ করেছে তারা বর্তমানে সব দলেই কম বেশী রয়েছে। তাহলে কেন এই অপপ্রচার?

সরকার যদি সত্যিই যুদ্ধপরাধীদের বিচার করতে চাইতো তাহলে জামায়াতের ৫/৬ জন আর বিএনপির ২ জনকে ধরতো না।

সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে তালিকা তৈরী করেই বিচার করা হতো। ( করলে আওয়ামীলীগের বাঘা বাঘা নেতার নাম চলে আসবে)

উপযুক্ত প্রমাণসহ একদল আরেক দলের তালিকা তৈরী করবে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক, জাতিসংঘের পর্যবেক্ষক আনা হতো।

দেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হতো। যেহেতু এটা একটা জাতীয় বিষয়, এবং এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক।

দেশ ও জাতির সম্পর্কে যার নূন্যতম জ্ঞান রয়েছে, যারা রাজনীতির সম্পর্কে অতীত বর্তমান জানেন, সেই বুঝতে পারবে বিচার নিয়ে কি ঘটতে চলেছে।

বর্তমান সরকার যা করছে তা আইওয়াশ মাত্র।

জনগণের আশা আকাঙ্খা নিয়ে খেলা করছে ।

বিচারের নামে বিরোধীদল দমন করে একদলীয় শাসন তথা নব্য স্বৈরতন্ত্র ব্যবস্থা কায়েম করার নীলনকশা!

সর্বদলীয় ঐক্যজোট

সব যুদ্ধপরাধীর বিচার হোক।

বিচারের নামে প্রহসন

আর যেন না হয় কালক্ষেপণ।

বিভেদ নয় , প্রতিহিংসা নয়

অপরাজনীতি নয়, দুর্নীতি নয়

অজ্ঞতা নয়, স্বার্থপরতা নয়

নয় জাতির আত্মহনন।

জেগো ওঠো, জেগো ওঠো

হে বাংলার জনগণ

হতে হবে এক

করতে হবে উন্নয়ন।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File