নব্য ফ্যাসিবাদের থাবায় আক্রান্ত সোনার বাংলা
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ১১ মার্চ, ২০১৩, ০৮:২৩:৫০ রাত
৭৫ এর বাকশাল আমাদের দেখার সৌভাগ্য হয় নি কিন্তু ১৩ এর ফ্যাসিবাদ দেখার দুর্ভাগ্য হলো। জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি করে পুলিশের আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখন তার বিএনপির মত বড় দলের সমাবেশেও গুলি চালাতে শুরু করেছে। আজ বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরণের জের ধরে দলীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে কেন্দ্রীয় প্রায় সব নেতাকর্মীকে গ্রেফতার করেছে। একদলীয় শাসন কায়েমের সর্বশেষ চেষ্টা হিসেবে এটা করা হয়েছে। এখন খালেদা জিয়াকে গ্রেফতার না করলেই নয়। আবার বর্তমান সরকারের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। সরকারই দেশকে অস্থিতিশীল করে ফেলেছে। সরকার বাধা না দিলে হরতালের ইস্যু বিরোধীদলের হাতে থাকতো না। সরকার ভুলে গেছে আইয়ুব খান, এরশাদ, হোসনি মোবারক বা গাদ্দাফির মতো স্বৈরাচারের কথা। পৃথিবীতে কোন ক্ষমতায় অবিনশ্বর নয়। বিরোধীদলের চীফ হুঈফকে আক্রমনকারী পুলিশ পায় রাষ্ট্রপতি পদক। মিছিলে নির্বিচারে গুলির হুকুমদাতা পুলিশমন্ত্রী পায় মানবাধিকার পুরুস্কার। সত্যিই এটি এক মজার দেশ। তবে বেশি দিন নয়, এই নব্য ফ্যাসিবাদের পতন হবেই।
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন