ফেইসবুক বন্ধ বলে
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ নভেম্বর, ২০১৫, ০২:৩২:২৫ দুপুর
সোনার বাংলাদেশে গতকাল থেকে ফেইসবুক বন্ধ রয়েছে। বারবার চেষ্টা করেও কোন আপডেট পাচ্ছি না। রাজপথে নামার সাহস পায় না বলে বিরোধী দলের সমর্থকেরা ফেইসবুকে আন্দোলন করে। তবে এই আন্দোলনে কোন দেশে সরকার পতনের খবর পাওয়া যায় নি।
ফেইসবুক বন্ধ বলে রাতে অনেকের ভাল ঘুম হবে। পাবলিকের টাকাও সেভ হবে। নেটের ব্যবহার কম হলে সরকারেরই ক্ষতি হবে। ট্যাক্স কম পাবে।
অনেকদিন পরে ব্লগে আসলাম। কেমন জানি নিজেকে নতুন নতুন লাগছে। শুরুটা করেছিলাম দুবাইতে বসে ২০০৮ সালে। ব্লগের অনেক স্মুতি মনে পড়ে। প্রতিদিন ব্লগে প্রবেশ না করলে পেটের ভাত হজম হতো না। আর এখন ব্লগ থেকে অনেক দুরে। হয়ত আবারও নিয়মিত হবো। সবাই ভাল থাকবেন।
।
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন