ফেইসবুক বন্ধ বলে

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ নভেম্বর, ২০১৫, ০২:৩২:২৫ দুপুর

সোনার বাংলাদেশে গতকাল থেকে ফেইসবুক বন্ধ রয়েছে। বারবার চেষ্টা করেও কোন আপডেট পাচ্ছি না। রাজপথে নামার সাহস পায় না বলে বিরোধী দলের সমর্থকেরা ফেইসবুকে আন্দোলন করে। তবে এই আন্দোলনে কোন দেশে সরকার পতনের খবর পাওয়া যায় নি।

ফেইসবুক বন্ধ বলে রাতে অনেকের ভাল ঘুম হবে। পাবলিকের টাকাও সেভ হবে। নেটের ব্যবহার কম হলে সরকারেরই ক্ষতি হবে। ট্যাক্স কম পাবে।

অনেকদিন পরে ব্লগে আসলাম। কেমন জানি নিজেকে নতুন নতুন লাগছে। শুরুটা করেছিলাম দুবাইতে বসে ২০০৮ সালে। ব্লগের অনেক স্মুতি মনে পড়ে। প্রতিদিন ব্লগে প্রবেশ না করলে পেটের ভাত হজম হতো না। আর এখন ব্লগ থেকে অনেক দুরে। হয়ত আবারও নিয়মিত হবো। সবাই ভাল থাকবেন।

বিষয়: বিবিধ

১৫২৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350393
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগ ও কতক্ষন থাকে কোন ঠিক নাই! পারলে চকবাজারে আসেন। আদি অকৃত্রিম বাঙগালি চায়ের দোকানে আড্ডা!!
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৪
290821
সিটিজি৪বিডি লিখেছেন : ভয় করে। যদি আবার শশুর বাড়ীতে পাঠিয়ে দেয়?
350397
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০১
কুয়েত থেকে লিখেছেন : কি বেপার অনে এহন হন্ডে..? অনেকদিন পর আপনার লেখা লেখার জন্য ধন্যবাদ
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৯
290829
সিটিজি৪বিডি লিখেছেন : অনেক দিন পরে আসলাম। কি করে ভুলি?
350400
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৭
আবু জান্নাত লিখেছেন : নিয়মিত হওয়ার প্রত্যাশায়.......
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪০
290832
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ।
350412
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাই একটু নিয়মিত হোন। কাছে তো পাই না, ব্লগ সঙ্গ হলেও নিই..! ধন্যবাদ
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:০৫
290903
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ নিয়মিত হবো ভাই।
350413
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫২
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমরা নবীন ব্লগাররা আপনাদের কে সব সময় ব্লগে দেখতে চাই!
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:০৬
290904
সিটিজি৪বিডি লিখেছেন : আপনি নবীন নাকি? আপনি এখন আমার দলে।
350451
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:১০
সন্ধাতারা লিখেছেন : Salam, plz try to be regular.
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:০৬
290905
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ।
350466
১৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৫০
আফরা লিখেছেন : ভাইয়া আপনি কি এখন দেশে ? ভাল হয়েছে ফেসবুক বন্ধ হয়ে তাই তো আপনাকে ব্গে দেখা গেল ।
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:০৭
290906
সিটিজি৪বিডি লিখেছেন : দেশেই আছি। ফিরে আসব ইনশাআল্লাহ।
350647
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১৪
নকীব কম্পিউটার লিখেছেন : ফেসবুক বন্ধ হয়েছে। কিন্তু ব্লগ যে খোলা আছে তা মনে নাই। আজ হঠা‍ত মনে পড়লো তাই প্রবেশ করলাম। হয়তো ব্লগও বন্ধ করে দিতে পারে।
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
291079
সিটিজি৪বিডি লিখেছেন : করতেই পারে। তাদের হাতে সেই ক্ষমতা আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File