ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়-"শিল্পী আবদুল লতিফের বিখ্যাত গান-”এর প্যারডি..
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৯ নভেম্বর, ২০১৫, ০২:১২:৪১ দুপুর
ওরাই আমার সব যোগাযোগ বন্ধ করতে চায়
ওরাই আমার সব যোগাযোগ বন্ধ করতে চায়
ওরাই আমার সব যোগাযোগ বন্ধ করতে চায়।
ওরা কথায় কথায় বন্ধ করে সকল অনলাইন
ওরা কথায় কথায় মুখের লাগাম ধরে দে টান,
ওরাই আমার সব যোগাযোগ বন্ধ করতে চায়
ওরাই আমার সব যোগাযোগ বন্ধ করতে চায়।
দাদার ধুতি পায়ে ধরে, আসিলো রে ক্ষমতা পরে
ওই জনগণ ক্ষেপিলো রে, এখন কেন টনক নড়ে
এখন পাকিস্তানের দোষ দেয়া আর কী শোভা পায়!
কও দেহি ভাই
এখন কও দেহি ভাই, কলম বন্ধ কত রাখা যায়!
ওরাই আমার সব যোগাযোগ বন্ধ করতে চায়।
ওরাই আমার সব যোগাযোগ বন্ধ করতে চায়।
সইমু না আর সইমু না, ফেসবুক বন্ধ মানমু না
যায় যদি যায় দিমুরে পরান, আহা, যায় যদি যায় দিমুরে পরান।
এই জানের বদল রাখমুরে ভাই, জনতার মত প্রকাশের মান
ও হো.. হো ..হো, জনতার মত প্রকাশের মান।
====
বিষয়: বিবিধ
১৪০১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খালি খালি নিচেরটা, বেশি বেশি চুলকান!
অপি বাইদান, ইয়াহুদীদের জারজ সন্তান
সাহস নেই, ব্লক চালাতে দিয়ে নিজের নাম।
অপি বাইদান, নীলাঞ্জনার অপর নাম
দিনে-রাতে করে যত আকাম কুকাম!
অপি বাইদান, করে শুধু খোদার বদনাম!
দেব-দেবীর পুজা কর, গিয়ে হিন্দুস্থান।
অপি বাইদান, নারী বেশে পুরুষের ছদ্মনাম
এদেশ ভাল না লাগলে যেথায় খুশি যান।
অপি বাইদান, খালাতো ভাই ফখরুল ইসলাম,
ফুুয়াদ পাশা আছে না, করিস না আর সমকাম!
মন্তব্য করতে লগইন করুন