মা তোমাকে ভালবাসি

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১০ মে, ২০১৫, ০৪:২৮:০৪ রাত

মা তোমাকে ভালবাসি

প্রবাসে মন খারাপ থাকলে মাকে ফোন করে

বলতাম " মা ভাল লাগছে না। দেশে চলে আসব।

মা বলতেন "তোর ভাল না লাগলে চলে আয়।"

প্রবাস থেকে ফোন করলে মা মোবাইল নিয়ে আমার কন্যার পেছনে দৌড়াতে দৌড়াতে বলত " তোর মেয়ে দুস্ট হয়েছে। তোর সাথে নাকি কথা বলবে না।"

২০১২ সাল থেকে আমার মা অসুস্থ। কথা বলতে পারেন না বলে দুর প্রবাস থেকে মায়ের সাথে কথা বলা হয় না।

প্রবাসে এখন শুধু মায়ের কথায় বেশী মনে পড়ে। মায়ের সাথে কথা বলতে না পেরে আরো বেশী খারাপ লাগে।

২০০৩ সালের ২০ ফেব্রুয়ারী বিকেল বেলায় চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে সর্বপ্রথম দুবাইতে গিয়েছিলাম। বিদায় মুহুত্বে মা আমাকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কেঁদেছিলেন। সেই দৃশ্য, সেই স্মৃতি আমি জীবনেও ভুলতে পারব না। যতবার দেশে গিয়েছি মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেন। চলে আসার সময় ও

কাঁদতেন।

মা এখন জানে না তাঁর সন্তান কোথায় আছে, কেমন আছে। মা এখন ছোট শিশুর মতই। অপরের সাহায্য ছাড়া কিছই করতে পারেন না। ছোট নাতি-নাতনিরা মায়ের রুমে খেলা করে মায়ের সে দিকে কোন খেয়াল নেই। মা শুধু তাকিয়ে থাকেন। কথা বলার চেস্টা করেন। নীরবে কাঁদেন। জানালার সামনে দাড়িয়ে বাইরে থাকিয়ে থাকেন।

মমতাময়ী মায়ের এই কঠিন অবস্থায় আমরা সবাই হাসতে ভুলে গেছি। প্রবাসে থাকি বলে মায়ের জন্য বেশী টেনশন করি। প্রতিদিন মহান আল্লাহর দরবারে মায়ের জন্য দোয়া করি। আমার মা যেন আগের মত কথা বলতে পারেন সেই প্রার্থনাই করি

মোহাম্মদ জামাল উদ্দীন, কাতার প্রবাসী ব্লগার

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319149
১০ মে ২০১৫ সকাল ০৬:১৫
মেজর রাহাত০০৭ লিখেছেন : আল্লাহ আপনার মাকে সুস্থ করে দিক
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
275306
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
319184
১০ মে ২০১৫ সকাল ১১:২২
আওণ রাহ'বার লিখেছেন : মায়ের জন্য অনেক দোয়া রইলো Praying Praying Praying Praying
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:২০
275305
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
319254
১০ মে ২০১৫ বিকাল ০৫:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:২০
275304
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File