মওদুদীবাদ

লিখেছেন লিখেছেন কার্ল মার্ক্স রিটার্ন ১০ মে, ২০১৫, ০৫:৪৬:০৩ সকাল

জামায়াত শিবিরসম্পর্কে মওদুদীবাদ নিয়ে যে চুলকানি,তার শ্রেষ্ঠ ওষুধ জামাত-শিবির সম্পর্কে যে কমন অপবাদটি দেওয়া হয় সেটা হচ্ছে ''জামাত-শিবির নাকি মওদুদীবাদ,মওদুদ

ী আকিদায় বিশ্বাসী।'' কিন্তু আজো আমি মওদুদীবাদ বুঝতে পারলাম না!! যারা জিয়ার সৈনিক' বলে চিৎকার করে গলা ফাটায়, তাদেরকে জিয়াবাদ বলা হয় না। যারা 'জাতির পিতা শেখ মুজিব' বলে চিৎকার করে তাদেরকে মুজিববাদ বলা হয় না। যারা চরমোনাই পীরের লুঙ্গি নিয়ে দৌড়াদৌড়ি করে তাদেরকে চর্মোনাইবাদ বলা হয় না। অথচ জামাত-শিবিরের কোন

প্রোগ্রামে মওদুদীকে নিয়ে আলোচনা করা হয়না অথবা মওদুদীর জন্য বিশেষ কোন প্রোগ্রাম ও করা হয় না,তারপর ও জামাত-শিবির কে মওদুদীবাদ বলা হয়। যারা জামাত-শিবিরকে নিয়ে এই মিথ্যা অপবাদ দিচ্ছেন বা ছড়াচ্ছেন তাদের বলবো,

প্রমাণ দেখান জামাত-শিবির কোথায়, কোন প্রোগ্রামে মওদুদীকে নিয়ে এত অতিরঞ্জিতকরেছে যেটা আপনারা করেন??!

আপনারা বলতে পারেন শিবিরের ছেলেরা মওদুদীর বই পড়ে।

হ্যাঁ,স্বীকার করছি। আপনারা যদি রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,হুমায়ুন আহামেদ,জাফর ইকবাল,কার্ল

মার্ক্স, লেলিনের বই পড়তে পারেন তাহলে শিবিরের

ছেলেরা কেন একজন ইসলামিক স্কলারের বই

পড়তে পারবে না? কিসে আপনাদের চুলকানি দেয়?. এইসব লোকেরা জামাত- শিবিরকে নিয়ে যতো চিন্তা করে,মওদুদীর পিছনে যতো সময় ব্যায় করে তা যদি ইসলাম বিদ্বেষী,নাস্তি

কদের পিছে ব্যায় করত তাহলে বাংলার মুসলমানদের

আরো অনেক উন্নতি হত। যারা এই অপবাদ দিচ্ছেন আল্লাহ

তাদের হেদায়াত দিক

বিষয়: রাজনীতি

১২৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319204
১০ মে ২০১৫ দুপুর ০১:৪২
রক্তলাল লিখেছেন : এরা ঈহুদীদের টাকায় চলা গোলাম।

ঘুষ, দূর্নীতি, অনাচার, সন্ত্রাস বন্ধ করার চেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ বা পাচ ফরযের পর বড় ইবাদত আর কিছু হতে পারেনা।

আরামে থেকে বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি, চা, পান এসব খেয়ে বেহেশত যাওয়া সম্ভব নয়।

শুধু মানুষের মেরুদন্ডহীন গোলাম হয়ে দুনিয়াতে কিছু আয়েশ মিলবে। এই যা!

319318
১০ মে ২০১৫ রাত ১১:২৬
মৃনাল হাসান লিখেছেন : খুব সুন্দর লিখেছেন। অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File