নভেরা আহমেদ ঃঃ অযথা এক মৃতকে নিয়া মাতামাতি!!!!
লিখেছেন লিখেছেন কার্ল মার্ক্স রিটার্ন ০৭ মে, ২০১৫, ১১:২১:৫৫ রাত
ধুর এটা কি হচ্ছে!!!
নভেরা ছাড়া কি দেশে মানুষ নাই।
আরে যদি কাদবিই তো গরীব মানুষি গুলার জন্য কাদ।
কোথায়কার কোন গর্দভ এক মূর্তি পুজোকের জন্যে কান্নার সাগর বানাইতাছে পোলাপান!!!
তার জিবনী পড়ে যা বুঝলাম সে যথেষ্ট শিক্ষিত কিন্তু আমরা জানি যার মধ্যে ইসলামী জ্ঞান নাই সে মূর্খ বা শিক্ষিত মূর্খ।
সুতরাং আমরা নভেরাকে শিক্ষিত মূর্খই বলতে পারি।
একজন তো আবার তার জিবনী স্কুল কলেজের বইয়ে সংযোজন করতে বলছে। হাহাহা ।
বেশ মজা পাই কিছু পোলাপানের পোষ্ট দেখে !!!!!!!
আরো মজার ব্যপার হচ্ছে কিছুদিন পর এরা ভুলে যাবে কে নভেরা কি করত সে!!!
আবার আরেক ইস্যু নিয়ে মাতমাতি শুরু করবে।
এরা আরেক শিক্ষিত মূর্খ।
বিষয়: রাজনীতি
৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন