ভাই বড় ধন রক্তের বাধন

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ ডিসেম্বর, ২০১৪, ০১:৫৩:২৩ রাত

ভাই বড় ধন রক্তের বাধন, যদিও পৃথক হয় পারিবারিক কারণঃ একসিডেন্ট করে রাস্তায় পড়ে আছে ছোট ভাই। এই খবরটি বড় ভাইকে জানানো হলে ওনি ছোট ভাইকে দেখতে গেলেন না। আমি অবাক হয়েছি ওনার এই আচরণে। পরে খবর নিয়ে জানতে পারি যে, বড় ভাই হাসপাতালে গিয়ে ছোট ভাইয়ের পাশে বসে কাদছেন। কিন্ত প্রথমে কেন ছুটে যান নি এর রহস্য উদঘাটন করে জানতে পারি যে, এই ছোট ভাই তার বড় ভাইকে বেশি কস্ট দিয়েছে। আরো অনেক কাহিনি। এত কিছুর পরেও বড় ভাইটি অতিতের ঘটনা ভুলে গিয়ে ছোট ভাইকে হাসপাতালে দেখতে গেলেন। ভাইকে বুকে টেনে নিলেন। জানিনা ভাইয়ের প্রতি রক্তের এই টান কয়দিন থাকবে। দুই দিনের এই দুনিয়ায় আমরা কেউ বেচে থাকব না। আমরা কি পারি না মিলেমিশে একি ছাদের নিচে বসবাস করতে?

জারিফার প্রবাসী বাবা, কাতার থেকে

বিষয়: বিবিধ

৩১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297488
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সৈয়দ মুজতাবা আলির এক টি লিখায় পড়েছিলাম এক অতি দার্শনিক পাঠান অধ্যাপক এর সন্তান মারা গেল তিনি ক্লাশ নিচ্ছেন,ষ্ত্রি মারা গেল পুর্ববত অবস্থা! কিন্তু হঠাত অনুপস্থিত দেখে সবাই খোজ নিতে গিয়ে দেখেন ভাই এর মৃত্যুতে প্রচন্ড শোকাহত। সবাই সান্ত্বনা দিয়ে বুঝালেন যে তার তো ধৈর্য আছে ষ্ত্রি ছেলের মুত্যুতেও ভেঙ্গে পরেননি এখন এত শোকাহত কেন। তিনি জবাব দিলেন ছেলে মারাগেলে আবার ছেলে হবে,বউ মারা গেলে আরেকটা বিয়ে করা যাবে কিন্তু ভাই তো আর পাওয়া যাবেনা।
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৪২
240993
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
297572
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৭
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার হয়েছে! ধন্যবাদ
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৪৩
240994
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File