ভাই বড় ধন রক্তের বাধন
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ ডিসেম্বর, ২০১৪, ০১:৫৩:২৩ রাত
ভাই বড় ধন রক্তের বাধন, যদিও পৃথক হয় পারিবারিক কারণঃ একসিডেন্ট করে রাস্তায় পড়ে আছে ছোট ভাই। এই খবরটি বড় ভাইকে জানানো হলে ওনি ছোট ভাইকে দেখতে গেলেন না। আমি অবাক হয়েছি ওনার এই আচরণে। পরে খবর নিয়ে জানতে পারি যে, বড় ভাই হাসপাতালে গিয়ে ছোট ভাইয়ের পাশে বসে কাদছেন। কিন্ত প্রথমে কেন ছুটে যান নি এর রহস্য উদঘাটন করে জানতে পারি যে, এই ছোট ভাই তার বড় ভাইকে বেশি কস্ট দিয়েছে। আরো অনেক কাহিনি। এত কিছুর পরেও বড় ভাইটি অতিতের ঘটনা ভুলে গিয়ে ছোট ভাইকে হাসপাতালে দেখতে গেলেন। ভাইকে বুকে টেনে নিলেন। জানিনা ভাইয়ের প্রতি রক্তের এই টান কয়দিন থাকবে। দুই দিনের এই দুনিয়ায় আমরা কেউ বেচে থাকব না। আমরা কি পারি না মিলেমিশে একি ছাদের নিচে বসবাস করতে?
জারিফার প্রবাসী বাবা, কাতার থেকে
বিষয়: বিবিধ
৩১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন