উন্নয়ণের জোয়ারে দেশটা গেলো ভেসে
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৭ ডিসেম্বর, ২০১৪, ০২:০০:০৮ রাত
দেশ এখন উন্নয়ণের নৌকায় চেপে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে। এখনো পর্যন্ত আবহাওয়ার খবর ভালো, সাগরেরও কোনো ঢেউ নেই। কী চমৎকার লাগছে পালের হাওয়া। সামনে অগাধ জলরাশি, বৈঠা হাতে আমাদের স্বপ্নরাণী। আমাদের কোনো চিন্তা নেই, নেই কোনো ভাবনা। একদিন অবশ্যই আমরা এই সাগর পাড়ি দিয়ে ভারত মহাসাগরের পড়ব...
তারপর প্রশান্ত, আটলান্টিক সব সাগর পাড়ি দিয়ে স্বপ্নের দেশ আমেরিকা গিয়ে উঠব।
দেশে এখন টাকার বস্তা আর স্বর্ণের বার অবাধে মিলছে। কী সোনার দেশ আমার।
উদাহরণ সহ এখানে দিচ্ছি-
http://www.now-bd.com/nayadiganta/2014/12/26/78399.htm
বিষয়: বিবিধ
৮৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাছে রেখো কাছে রেখো৷
মন্তব্য করতে লগইন করুন