অপ্রিয় হলেও সত্য----
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৩:১৯:০৫ রাত
বর্তমান সময়ে কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হতেই বয়স দাড়ায় ২৫ এ, চাকরীতে জয়েন্ট করতে বয়স ২৮/৩০ এ পৌছে। পাত্রী খুজতে খুজতে বয়স ৩৩/৩৫ এ , বিয়ে করে প্রথম সন্তানের মুখ দেখতে বয়স ৩৭/৩৮ বছরে পৌছে--বাবা ডাক শুনতে আরো কিছুদিন অপেক্কা করতে হয়--- এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা। জানিনা ওরা কেউ দাদা -নানা ডাক শুনতে পারবে কিনা। আমাদের দাদা-নানারা নাকি কুড়ি বছরের আগে বার/তের বছর বয়সের দাদী-নানিকে নিয়ে সংসার শুরু করেছিল। আর এখন? দেরীতে বিয়ে করার কারনে সমাজে অপকর্ম বেড়েই চলেছে। এর জন্য বাবা-মাকেও গুনাহগার হতে হবে। অপ্রিয় হলেও সত্য যে বিয়ের কাজটি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বলে এই অবস্থার সৃস্টি হয়েছে।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সমাজের এই দুরবস্থার জন্য আমাদের নেতা-নেতৃরাই দায়ী - এই অবস্থা আমাদেরকে কেয়ামত এগিয়ে আসার আলামতেরই জানান দিচ্ছে।
মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন