ইয়া আল্লাহ (হামদে ইলাহি)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৩ ডিসেম্বর, ২০১৪, ০২:০৬:২৫ রাত
ইয়া আল্লাহ (হামদ)
- সামসুল আলম দোয়েল
ইয়া আল্লাহ! ইয়া রহমানুর রাহীম।
ইয়া মুজীবুত দাওয়াহ্, ইয়া সাত্তারু কারীম।।
তারাই কামিয়াব, যারা তোমার প্রেমে পাগলপাড়া
দাও বিলিয়ে তাদের বুকে তোমার করুণাধারা।
এই বৃক্ষ, তরুলতা, শ্যামলতা তোমার সেরা দান
মাটি বাতাস আলো পানি, সব জীবনের উপাদান
তোমারই গানে হয় যে আকুল, সূর্য চন্দ্র তারা
দাও বিলিয়ে তাদের বুকে তোমার করুণাধারা।
আমার এই মন, জীবন, প্রাণের স্পন্দন
স্রষ্ট্রার গুণগানে কাটানো সারাক্ষণ
তোমারই কৃতজ্ঞতায় গাই প্রতিদিন গান
দাও আমাকে জীবনে, মরণে শুধুই কল্যাণ
মানি না ইলাহ আর যে কোনো তোমাকে ছাড়া
দাও বিলিয়ে তাদের বুকে তোমার করুণাধারা।
ইয়া আল্লাহ! ইয়া রহমানুর রাহীম।
ইয়া মুজীবুত দাওয়াহ্, ইয়া সাত্তারু কারীম।।
বিষয়: সাহিত্য
১৩৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন