চার লাখ টাকার হিসাব মিলছে না।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১২ ডিসেম্বর, ২০১৪, ০৫:০৮:০৯ সকাল
হিসাব মিলছেনাঃ ৪ লাখ টাকা খরচ করে সাগর কাতারে এসে প্রতিদিন ১৪ ঘন্টা কাজ করে মাসে ২২০০০ টাকা বেতন পায়।। আগামি মাসেই তার ১ বছর মেয়াদি ভিসা শেষ হবে।। ভিসা দাতা বলে দিয়েছে অন্য কোথাও ভিসা লাগাতে।। ভিসা ট্রান্সফার করতে সাগরকে আরো ৭০০০০ টাকা খরচ করতে হবে।। কাতারে এসে ভিসার টাকা ইনকাম করার আগে আবারো ভিসানোর জন্য টাকা খরচ করতে হবে বলে এখন সাগর বিরাট টেনশনে আছে।। তাছাড়া কার কাছ থেকে ভিসা পাবে এই ভাইটি জানে না।।। প্রবাস মানে টাকা আর টাকা নয়।।। প্রবাসে সবাই বেশি টাকা ইনকাম করতে পারে না।। কাজ না জানলে ভাল বেতনের কাজ না পেলে ভিসার টাকা ইনকাম করতেও অনেক কস্ট করতে হয়।।
ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে অনেকে প্রবাস থেকে দেশে চলে যেতে বাধ্য হয়। দেশে গিয়ে কিছু করতে না পেরে ওরা লাখ লাখ খরচ করে আবারো প্রবাসের দিকে ছুটে। হাতে গোনা কয়েকজন ভাল কিছু করতে পারলেও বেশির ভাগ প্রবাসীকে দুঃখে কস্টে দিন কাটাততে হয়। ওদের সাথে কথা বলে জানতে পারি, ওরা দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়েছে। তাই বলছি প্রবাসে আসার আগে একটু চিন্তা করতে হবে। প্রতিস্টান/ কাজ সম্পর্কে ভাল করে খোজ-খবর নিতে হবে।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এই পরিমান টাকা দিয়ে দেশে হয়তো ছোটখাট ব্যবসা করা যেত কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেটাও সম্ভব না। তাই আমরা এখনও দুই জায়গাতেই ধ্বংস হচ্ছি।
দালালদের খপ্পরে পড়েই এমন অবস্হা হয়! দালাল ছাড়া চলেও না,ট্রাভেলসওয়ালারাদের সাথে দালালদের যোগসুত্র ৯৯%।
প্রয়োজনের চেয়ে বেশীই ধারণা ছিল সউদি সম্পর্কে! ট্রাভেলসওয়ালাদের অসহযোগীতার কারণেই করুণ প্রবাস জীবন কাটাতে হচ্ছে আমাকে!
তাকদীরের লিখন মেনেই কিছু টা শান্তনার প্রলেপ দেই নিজেকে!!
ওমান থেকে এক বছর পর অসুস্থ হয়ে ফিরলো অসুস্থ হয়ে।
মালিক আকামা কেন্সেল করছে, পরে তিন মাস জেলে খেটে দেশে ফিরেছে।
এক সপ্তাহ অসুস্থ থাকার পর মারা গেছে।
কি করবেন?..দেশে কি ঐভাবে কর্মসংস্থান আছে।
মন্তব্য করতে লগইন করুন