পরিচয়
লিখেছেন লিখেছেন শাহীন কবির ১২ ডিসেম্বর, ২০১৪, ০৫:০৫:২৯ সকাল
মুক্তিযুদ্ধে পা হারিয়ে
স্বাধীন করলাম দেশ।
স্বাধীন দেশে পরিচয় হলো
পঙ্গু যুদ্ধাই বেশ।।
স্বাধীন করে সোনারবাংলা
ফিরে এলাম চাষে।
খেতমজুর যুদ্ধা বলে
আমায় নিয়ে হাসে।।
স্বাধীন করে দেশের মাটি
হলাম আমি দিনমজুর।
রিক্সা রিক্সা বলেই ডাকে
বলতে যে হয় জি হুজুর।।
যুদ্ধ করে দেশ আনলাম
রয়েই গেলাম অসহায়।
দু‘বেলা বছরে খাবার পাই
সরকারের প্রাসাধ খানায়।।
বঙ্গবীরকে বলে রাজাকার
সত্য কথা বললে।
রাজাকার হয় মুক্তিযুদ্ধা
তাদের কথা মানলে।।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন