চেয়ে আছে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন শাহীন কবির ২৬ নভেম্বর, ২০১৪, ০৪:৩৫:৪০ রাত
বিএসএফ মারচে মানুষ
কেবল বাংলাদেশী হলে
নেই প্রতিরোধ নেই প্রতিবাদ
তার ভালোবাসার ছলে।
ছাএ মারে ভার্সিটিতে
স্বদল বিদল দন্ধে
ক্ষমতার সিড়ি বানায়
পিস্তল রাখে স্কন্ধে।
লুট হলো ব্যাংকের টাকা
রাভিশ মন্ত্রীর সন্তোষ
হাজার কোটি নয়তো টাকা
লুটেরা মোর দলের লোক।
শিক্ষক মারো সাংবাদিক মারো
মারো আলেম ওলামা
প্রমোশনটা হয়েই যাবে
আইনের কথা ভেবো না।
রক্ষক সেজে বক্ষক হলো
ক্ষিদের তো আর হয়না শেষ
জাগবে কবে দেশের মানুষ
চেয়ে আছে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন