এবার জিয়ার কবর সরিয়ে ফেলার ষড়যন্ত্র শরু..

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ জুন, ২০১৪, ০৯:৪৪:৩২ রাত



আওয়ামীলীগ এবার জিয়ার কবর সরিয়ে ফেলার ষড়যন্ত্র শরু.করেছে। ষড়যন্ত্র করবেই না কেন? বেগম জিয়াকে বাড়ী থেকে উচ্ছেদ করে ওরা সফল হয়েছে। তখন জিয়ার সৈনিকদেরকে মাঠে নামতে দেখা যায় নি। সরকারের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আন্দোলন করতে গিয়ে নিজেদের অনেক ক্ষতি করেছে। তখন বিএনপি ভয়ে মাঠে নামে নি।

প্রতি বছর ঈদের পর বিএনপি কঠোর কর্মসূচীতে নামে। এই বছরও নামবে। আগের বছর গুলোতে সফল না হলেও এবার সফল হবে বলে আশা করছি। কারণ আজকে শুনলাম শেরেবাংলা নগর থেকে জিয়ার কবর নাকি তুলে ফেলা হবে। সরকার যদি সত্যিই তুলে ফেলার চেষ্টা করে নিশ্চয় জিয়ার সৈনিকেরা বসে থাকবে না। এবার দেখার পালা জিয়ার সৈনিকেরা কি একশ্যন নেয়।

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236357
১৮ জুন ২০১৪ রাত ১০:০৮
পুস্পিতা লিখেছেন : খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের মতো বিএনপিকে আগাম নির্বাচনের ইস্যু বাদ দিয়ে অন্য ইস্যু নিয়ে ব্যস্ত রাখার জন্য আওয়ামী লীগের একটি কৌশল হতে পারে।
১৮ জুন ২০১৪ রাত ১০:৩৩
182891
সিটিজি৪বিডি লিখেছেন : আওয়ামীলীগ এক একটা ব্যর্থতা ঢাকার জন্য নতুন নতুন ইস্যু তৈরী করতে ওস্তাদ। আর বিএনপির কথা কি আর বলব.......দেশের বৃহত্তর এই দলটির কর্মসূচী পালন দেখে জনগন হতাশ। তাদের কাছ থেকে এখন ভাল কিছু আশা করাটাও ভূল..................
236386
১৮ জুন ২০১৪ রাত ১১:১৬
আবু জারীর লিখেছেন : বাবা আম্লীগ আমাদের বিম্পির শেষ সম্বলটা কেড়ে নিওনা, তোমাদের পায়ে পরি।
১৯ জুন ২০১৪ সকাল ০৭:৪৩
182971
দুর দিগন্তে লিখেছেন : আমনি মুজিবরে বাবা না বৈল্লা আম্লীগ রে বাবা কৈলেন...Tongue Tongue Tongue ৩২ লম্বরে আমনের জাগা হপে না কৈলাম..Broken Heart Broken Heart
১৯ জুন ২০১৪ সকাল ০৯:৪১
182997
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা...........আামাদের দেশে বাবার অভাব নেই।
236388
১৮ জুন ২০১৪ রাত ১১:৪০
মাটিরলাঠি লিখেছেন :
আর কি একশন নিবে বিএনপি?
আর বিএনপিকে অন্যদিকে বিজি রাখার কৌশলও বটে?
১৯ জুন ২০১৪ সকাল ০৯:৪২
182998
সিটিজি৪বিডি লিখেছেন : দেখা যাক কি হয়....শেষ সম্বলটুকুট কেড়ে নিলে বিএনপি নামক দলটির অস্তিত্ব খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে।
236408
১৯ জুন ২০১৪ সকাল ০৫:২৯
তহুরা লিখেছেন :
১৯ জুন ২০১৪ সকাল ০৯:৪২
182999
সিটিজি৪বিডি লিখেছেন : ননদ-ভাবীর দেশ বাংলাদেশ..বিশ্ব বেহায়ার দিন শেষ।
236503
১৯ জুন ২০১৪ দুপুর ০২:১৬
আব্দুল গাফফার লিখেছেন : ঠিক হবে বিএমপি একটা কিছু হলেই জিয়ার মাজারে ফুল আর বিফিং দিয়ে দায় সারা করে ।
১৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
183140
সিটিজি৪বিডি লিখেছেন : এই কাজ ছাড়া আর করবেই বা কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File