পৃথিবীটা হল ক্রিকেট খেলার মাঠ

লিখেছেন লিখেছেন শাকিল১ ১৮ জুন, ২০১৪, ০৯:২৬:২৫ রাত

পৃথিবীটা হল ক্রিকেট খেলার মাঠ,,,,

তুমি বেটিং আর

তোমার প্রতিপক্ষ বোলার

অন্য সব মানুষ দর্শক,,,

তুমি যত

রান করবে মানুষ তত বেশী তোমায়

মনে রাখবে

শুন্য রানে আউট্

হলে তুমি হারিয়ে যাবে!!

তোমার প্রতিটি কাজ তোমার

সামনে এক এক টি বল।

তুমি কি তা ঠেকাবে নাকি মারবে তোমার ব্যাপার।

কিন্তু আউট্ হলেই তোমার সব খেলা শেষ।

তাই এখন থেকে সাবধান

হওয়া উচিত_______

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File