۞۞ ফ্রিতে Dubai Night Tours ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ অক্টোবর, ২০১৩, ১২:৪৯:৫৮ দুপুর



লোডশেডিং নাই বলে দুবাই শহরকে অন্ধকারে থাকতে হয় না। এই শহরের সুন্দর সুন্দর স্থাপনাগুলোকে বিভিন্ন কালারের লাইট দিয়ে সাজানো হয়েছে। দুবাই শহরের দিনের চাইতে রাতের দৃশ্য দেখতে আমার খুব ভাল লাগে।

ছোট এই দুবাই শহর ঘুরে বেড়াতে মাত্র কয়েকদিনই যতেষ্ট। দুবাই শহরে জব করতে এসে ফ্রিতে অনেক কিছুই দেখার সুযোগ পেয়েছি। আরব আমিরাত সরকারের আন্তরিক প্রচেষ্টায় দুবাই শহরে সোন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাইতো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা দলে দলে ছু্টে আসছে।---আমাদের দেশের কক্সবাজার/বান্দরবন/রাঙ্গামাটি/খাগড়াছড়ি জেলাকে পর্যটন এলাকা ঘোষনা করে উন্নয়ন করলে আমরাও পর্যটনখাত থেকে আরব আমিরাতের মত বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি।

আর কথা নয়--এবার চলুন আমার সাথে---------------বিনা পয়সায় দুবাই শহর দেখে আসি----

বুর্জ খলিফা-দুবাই



বুর্জ খলিফায় ওয়াটার ডান্স



দুবাই মল





শেখ জায়িদ রোড়, দুবাই।



বুর্জ খলিফার ১৩৮ তলা থেকে দুবাই শহরের দৃশ্য



গ্লোবেল ভিলেজ, দুবাই











আটলান্টিস দ্যা পাম হোট্লে, দুবাই



হাত্তা, দুবাই



জাবিল হাফিট মাউনটেইন, আল-আইন



সারজা..............



দুবাই ক্রিকের পাশের দৃশ্য------







জুমেরা পাম (এই ছবিটি নেট থেকে)



চিকেন সার্মা, আমার খুব প্রিয় আইটেম--







বিনা পয়সায় দুবাই শহর ভ্রমন, বিনা পয়সায় খাওয়া---------------------------শুধু দোয়াই কাম্য---

বিষয়: বিবিধ

২৪৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File