দেশজুড়ে শুরু হয়েছে ............!!!!!!!

লিখেছেন লিখেছেন যায়েদ ভাই ২৩ অক্টোবর, ২০১৩, ০১:০২:৫৩ দুপুর

দেশজুড়ে শুরু হয়েছে স্বপ্ন দেখার

প্রতিযোগিতা। বিএনপি স্বপ্ন

দেখছে ক্ষমতায় আসার, আওয়ামীলীগ

দেখছে ক্ষমতায় থাকার। এরশাদ স্বপ্ন

দেখছে রাষ্ট্রপতি হবার, জামায়াত

দেখছে নেতাদের মুক্তির। ছাত্রদল,

ছাত্রলীগ স্বপ্ন

দেখছে চাঁদাবাজি টেন্ডারবাজির,

শিবির দেখছে ২৮ অক্টোবরের

বদলা নেওয়ার।

শেখ মুজিব যদি 3G'র স্বপ্ন

দেখতে পারে তাহলে তাদের স্বপ্ন

দেখতে দোষটা কোথায়?

ভালই হলো, উন্নতির বদলে দেশ

ভাসছে স্বপ্নের জোয়ারে।

তবে আমি আর বাদ যাব কেন?

গতরাত্রে আমিও একটা স্বপ্ন

দেখেছি।

" খালেদা জিয়ার প্রস্তাব

মেনে নিয়েছে হাসিনা। কিন্তু

বিপত্তি বাধলো প্রধান

উপদেষ্টা নিয়ে। সবার

কাছে গ্রহণযোগ্য কোন

ব্যক্তি পাওয়া যাচ্ছে না। অনেক

কাঠ-খড়

পুড়িয়ে অবশেষে পাওয়া গেল

কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে।

সর্বসম্মতিক্রমে আমাকেই

বানানো হল প্রধান উপদেষ্টা।

জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম

ভাষণে শুধু একটি কথাই বললাম, সবার

স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও

সবাইকে নির্বিঘ্নে স্বপ্ন দেখার

ব্যবস্থা করে দেওয়া হবে।

যাইহোক, হাসিনা, এরশাদ সহ

বিভিন্ন দলের

প্রধানরা আমাকে ফোন

দিয়ে তেলানো শুরু করল।

তারা বিভিন্ন কিছুর প্রলোভন

দেখিয়ে তাদের পক্ষে কাজ করার

জন্য অনুরোধ করতে থাকল। কিন্তু

বিপত্তি ঘটলো খালেদা জিয়ার

ফোনে।

ছোটবেলায় পারিবারিক

সূত্রে খালেদা জিয়ার ভক্ত ছিলাম।

এজন্য বাড়ির লোকজন

আমাকে খালেদা জিয়ার নাতির

জামাই বলে হাসি তামাশা করত।

যদিও লজ্জা পেতাম তবু

মনে মনে খুশিই হতাম।

কারণটা বুদ্ধিমানরা বুঝে নিন।

খালেদা জিয়া ফোন

করে আমাকে যা বলল, শুনে পুরাই

টাস্কি খাইলাম।

আমি যদি বিএনপিকে ক্ষমতায় বসাই

তবে উনি আমাকে নাত-জামাই

বানাবে।

বাল্যপ্রেমিকাকে বিয়ে করার এমন

প্রস্তাব শুনে খুশিতে জ্ঞান

হারিয়ে ধপাস করে পড়ে গেলাম।

ঘুম ভেঙ্গে গেল।

দেখি বিছানা থেকে নিচে পড়ে গ

স্বপ্ন দেখতে গিয়ে লাভ এইটুকুই হলো,

সকাল থেকে কোমরে ব্যথা।

এখনও যারা স্বপ্ন

দেখেননি তারা সাবধান !!!!!!!!

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File