۞۞ শেষ ঠিকানার আগের ঠিকানা ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৫২:২৩ বিকাল



সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনিই আবার আমাদেরকে মৃত্যু ঘটাবেন। তিনিই আবার জীবিত করবেন। আমরা দুনিয়াতে মাত্র ৭০/৮০ বছর বা আরো কম বেশী সময় বেঁচে থাকার সুযোগ পায়। এই সময়ে আমাদের যা কিছু করার করতে হবে।

আমাদের মৃত্যু কখন কিভাবে হবে আমরা কেউ জানিনা। একমাত্র আল্লাহ তায়ালা জানেন। আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। তার আগের ঠিকানা হচ্ছে কবর জীবন। মৃত্যুর পরে কেয়ামত না হওয়া পর্যন্ত কবরে থাকতে হবে। যারা ঈমানদার তারা কবরে শান্তিতে থাকবে। যারা ঈমানদার নয় তারা কবরে শাস্তি ভোগ করবে। তাই আসুন আমরা ভাল কাজ করে ঈমানের সাথে মৃত্যু বরণ করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে জান্নাত দান করেন। আমিন।

===================================

আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। মৃত্যুর পর গোসল করিয়ে সাদা কাপড় পরানো হবে।



তারপর জানাযা পড়ানোর জন্য মাঠে নেয়া হবে।



জানাযা নামাযের পর এ ভাবে কবরে রাখা হবে।



মাটি দেয়ার সময় সবাই দোয়া পড়বে। করব দিয়ে সবাই চলে যাবে। কবরে শুরু হবে প্রশ্ন-উত্তর পর্ব-------



আমার/আপনার কবর হবে এই রকম।



প্রতিদিন মৃত্যুকে স্বরণ করুন।

মনে করতে হবে আজকেই আমার/আপনার জীবনের শেষ দিন।

আগামীকাল আমার/আপনার জীবনে না ও আসতে পারে।

তাই মৃত্যুর আগেই প্রস্তুতি গ্রহন করা উচিত।

বিষয়: বিবিধ

৩৮২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File