মায়ের চোখে জান্নাতী পানি!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪২:০৩ বিকাল



মমতাময়ী মা আর তার চোখের সামনে পড়ে আছে সন্তানের গুলিবিদ্ধ লাশ । বৃদ্ধা মা তার উপর আবার অসুস্থ । বাকরুদ্ধ ও ক্ষীণ দৃষ্টি নিয়ে চেয়ে আছেন সন্তানের কফিনের দিকে । আর ক্লান্ত হয়ে বারবার হাফ ছাড়ছেন । বারবার তাকাচ্ছেন বাড়ির গেটের দিকে কারও আসার অপেক্ষায় । কেউ জানতে চাইলে বলেন ছেলাটা যে এখনো আসছে না বাড়ি ভর্তি এত মানুষ তাদের দেখাশুনা করতে হবে , বাড়িতে একজন মারা গেছে তার দাফনের ব্যবস্থা করতে হবে আরও কত কাজ । কিন্তু মা কি জানেন ! যে ছেলেটি এত দ্বায়িত্ব পালন করতো সেই ছেলেটিকেই আজ দুনিয়ার সমস্ত দ্বায়িত্ব থেকে মুক্ত করার জন্যই তো লোকজন এসেছে । কিন্তু তারপরেও মা অপেক্ষায় ছেলে আসবেই কারন যাবার সময় সে তো বলে গিয়েছে "মা রোজা তো আছেন তারপরেও আজ বেশি করে নফল নামাজ পড়ুন আর আশেপাশে সবাইকে নামাজ পড়ার জন্য বলুন কারন আজ যে সাঈদী সাহেবের রায় ! আমি একেবারেই মিছিল শেষ করে বাড়ি ফিরব ।" ছেলে কি আর মিথ্যা বলতে পারে ? নিশ্চয়ই আসবে । এটাই ছিল মায়ের সাথে তার শেষ কথা । মা পাগলের মত একে ওকে প্রশ্ন করে আমার ছেলেটাকে কেউ কি দেখেছেন ! কেউ একটু ফোন করে বলেন তো তাড়াতাড়ি যেন বাড়ি আসে ! কিন্তু হায় কেউ কোন কথা বলেন না সবার চোখে পানি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সবাই । মা বার বার কাতর কন্ঠে জানতে চায় ছেলে কথা । আজ যেন মা অবুঝ শিশু । কি এক হৃদয় বিদারক দৃশ্য ! যা কল্পনাকেও হার মানায় । মা বুঝতে পারেন না তার ছেলে তাকে না জানিয়েই চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে ।

সেই ভাইটির নাম সাহেব আলী । জামায়াতের একনিষ্ঠ কর্মী । ২৮ শে ফেব্রুয়ারি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পুলিশের গুলিতে গলায় গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরন করেন তিনি । আজ কয়েকজন ভাই মিলে তার মায়ের সঙ্গে দেখা করলাম । ছেলের স্মৃতিচারন করতে গিয়ে বার বার শাড়ির আচল দিয়ে চোখ মুছতে থাকলেন । তিনি আমাদের জন্য এখনো প্রতিদিন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আর শেখ হাসিনা উপর লানত চান । এখনো মাঝে মাঝে ছেলের ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বাহিরে বের হয়ে আসেন কিন্তু শুন্য আঙ্গিনা দেখে তার কলিজা যেন ফেটে যায় । শুধু নিরবে কেদেঁ ফিরে যান ঘরে । আমরাও নিরবে একবার চোখের পানি মুছে নিলাম তার অগচরে ।

তখন আমার সেই গানটির কথা মনে পড়ল

মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে,

তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মাগো

ঝাপসা চোখে দেখে নিও শহীদি সেই সাড়িতে।

তুমিতো মা শিখিয়েছিলে শহীদরা মরে না,

তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না


আল্লাহ যেন এই মায়ের অন্তরকে তার নূর দ্বারা পূর্ন করে দেন













বিষয়: বিবিধ

৩১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File