۩۞۩ স্ত্রীর জন্য পাগল এক স্বামীর গল্প বলছি ۩۞۩

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩১:৪৫ সন্ধ্যা



এক লোক, সে ছিল তার স্ত্রীর জন্য পাগল, যদিও তাদের দাম্পত্য জীবনের এই ১০ বছর খুব মসৃন ও সব সময় সুখকর ছিল না। যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন সে তার স্ত্রীর মধ্যে এমন কি পেয়েছে যার জন্য সে তার প্রশংসামুখর, সে বললঃ " যখন থেকে আমাদের সংসারের শুরু, আমার অবস্থা যতই খারাপ হচ্ছিল, আমার স্ত্রী আরো বেশী বেশী করে অনুরোধ করছিল আমাকে নামাজ আদায় করার জন্য, কখনই সে এই নসিহত করা বাদ দেয় নাই।

বছরের পর বছর পার হয়ে গেলেও আমি তার এই কথার কোন মূল্য আর পাত্তা দেই নাই।

কিন্তু, যেদিন আমাদের ১০ম বিবাহ বার্ষিকীর দিন ঘনিয়ে এল আমি তাকে জিজ্ঞেস করলাম,

সে এবার উপহার হিসেবে কী পাওয়ার ইচ্ছা করছে আমার কাছে।

সে খুব সোজা ও সুন্দরভাবে উত্তর দিয়ে বলল, "তুমি যদি আজ থেকে নামাজ পড়া শুরু কর তবে সেটাই হবে আমার জীবনের সব থেকে দামী উপহার পাওয়া"

(ফেইসবুক থেকে)

হে আল্লাহ আমাদেরকে নামায পড়ার তওফিক দান করিও।

হে আল্লাহ আমাদের (অবিবাহিত) কে নামাযী মেয়েকে বিয়ের করার তওফিক দান করিও। আমিন।

বিষয়: বিবিধ

৩৪০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File