বিষ লাগে যখন ধর্মীয় অনুশাসন
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৭:৫৪ সন্ধ্যা
বিষ লাগে যখন ধর্মীয় অনুশাসনে সরকার চায় তলে দিতে, মুসলমান নামধারী গরব করে স্যাকুলার বলে পরিচয় দিতে।
অধ্যাপক ডাকে ধর্ষণের দিকে ছাত্ররা কি করে ভাল থাকে?
ওরা নাকি নৈতিকতা শিক্ষা দিবে ধমীয় শিক্ষা বাদ দিয়ে।
হিজাব পালনে হয় দুস্কৃতিকারী ওরা করে যখন ধর্ষণের সেন্চুরী , ওরা আধুনিকতার বুলি উডিয়ে নারীদের বে-পর্দা করে চায় ভোগের সামগ্রী বানাতে।
ধর্মীয় অনুশাসন মেনে চলার কারনে রাখা হয় জেলে ভরে, ওরা ছাড় পায় যত কু কর্ম করে দেশ -দুনিয়া গেছে পাপাচারে ভরে।
সরকার কাঁপে তাদের ভয়ে যাঁরা টুপি দাড়ি লম্বা জামা রাখে, আপন সন্তানদের হাতে অস্ত্র দিয়ে প্রকাশ্যে যখন অস্ত্রের মহড়া দেখে।
মাদ্রাসা পড়ুয়াদের হাতে কুরআন যখন জঙ্গী বলে গ্রেফতার করে যখন তখন, কলেজ ভার্সিটির ছাত্ররা যখন অস্ত্রের মহড়া করে প্রর্দশন গ্রেফতার করা যাবেনা বলে প্রশাসন তারা হলো ক্ষমতাধরদের আপনজন।
ইসলামী জীবন যাপনে যখন এলার্জি হবেনা কেন ধর্ষণের সেন্চুরী, ওরা প্রগতিবাদী বুদ্ধিজীবি নামধার।
নাস্তিক মুনাফিক স্যাকুলার, এ পথের সামনে আঁধার প্রয়োজন ধর্মীয় অনুশাসন মেনে চলার শান্তি নিরাপত্তা আসবে সবার।।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন