۞۞**বউয়ের হাতে iPad ছেলের হাতে iPhone কন্যার হাতে iPod**۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ আগস্ট, ২০১৩, ০৯:৫৭:৪২ রাত



==**করিম সাহেবের পরিবারে*==

বউয়ের হাতে iPad

ছেলের হাতে iPhone

কন্যার হাতে iPod

করিম সাহেব i Paid

ডিজিটাল যুগ বলে কথা। করিম সাহেবকে স্ত্রী,পুত্র ও কন্যার আবদার পুরণ করতেই হবে। ওরা যা চায় তাই কিনে দিতে হবে। পকেটে টাকা না থাকলে কারো কাছ থেকে ধার করতে হবে অথবা অবৈধ উপায়ে উপার্জনের পথ বেঁচে নিতে হবে। যুগের সাথে তাল মিলাতে গিয়ে করিম সাহেবরা ফতুর হয়ে যায়।



=***হালাল উপার্জন করুন--পরিবারকে পাপমুক্ত রাখুন=***

হে প্রিয় বিবাহিত ভাই!

স্ত্রী-পুত্র-কন্যাদের অন্যায় আবদার পুরণ করতে গিয়ে কখনও হারাম উপার্জন করবেন না। হারামের টাকা দিয়ে আপনার সংসারের সমস্যাগুলো মিটাতে পারবেন কিন্ত হারাম খেয়ে আপনি নিজে গুনাহগার হবেন। পরিবারের সদস্যদেরকেও গুনাহগার বানাবেন। হারাম খেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ সেই প্রার্থনা কবুল করেন না । তাই একটু কষ্ট করে হলেও হালাল উপার্জন করুন।

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File