সহজ-সরল প্রেসিডেন্ট মুরসী ও গুপ্তঘাতক
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৯ আগস্ট, ২০১৩, ১০:১০:৩৮ রাত
সহজ-সরল, ন্যায়পরায়ন প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসী ও গুপ্তঘাতক। 'আবদুল্লাহ' আল্লাহর পছন্দনীয় একটি নাম। আবার রাসুল (সা.) কে এই নাম সর্বস্ব ব্যক্তির জানাজা পড়তে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ। 'আবদুল্লাহ বিন উবাই' এক কথায় 'আবদুল্লাহ' মুনাফিকের ব্র্যান্ড নেম। এই যুগেও মুনাফিক 'আবদুল্লাহ' পাওয়া যায়। রাষ্ট্রপ্রধান হয়েই ড. মুরসী গুপ্তঘাতকের সাথে সাক্ষাত করতে গিয়েছিলেন। কত সম্মানের সাথে মুরসী তাঁর সাথে আচরণ করছে। আর গুপ্তঘাতক তাঁকে অপহরণকারীদের আর্থিক সহায়তা দিচ্ছে। অপহরণকারীদের যারা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। নিজের দেশে তেল দিয়ে আমেরিকার জনগনের পেট ভরালেও নিজের দেশের ইমানদারদের অনাহারে-অর্ধাহারে জেলের অন্ধকার প্রকোস্টে রাখে। এই গুপ্তঘাতকরা ইহুদী ললনাদের ভোগ করে। এই গুপ্তঘাতক আর মুনাফিকদের জন্য জাজিরাতুল আরবে বিধর্মীদের অবস্থান। এই গুপ্তঘাতকের জন্য আল্লাহর ঘরের আশেপাশে জঘন্য খারাপ কাজ হয়। আল্লাহ এই গুপ্তঘাতক-মুনাফিকদের হাত থেকে ড. মুরসীদের রক্ষা করুন। আমীন।।
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন