۩۞۩ সদর (ঢাকা) ঘাটের মাঝি ۩۞۩

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ মে, ২০১৩, ১২:৪১:৫০ দুপুর



ঢাকা সদরঘাট থেকে স্টিমার-লঞ্চে করে বরিশাল-হাতিয়াসহ আরো অন্যান্য দ্বীপে যেতে হয়। সদর ঘাটের পরিবেশ দেখে খুব অবাক হয়েছি। এত নোংরা পানি আর কোথাও আছে বলে আমার জানা নেই। নৌকায় বসে সদরঘাট থেকে ওপারে কেরানীগঞ্জ গিয়েছিলাম। তারপর হেটে হেটে বাবুবাজার ব্রিজের উপর দিয়ে ছবি তুলতে তুলতে আবারও সদরঘাট এলাকায় এসেছিলাম। নদীমার্তৃক এই দেশের নদীগুলো দেখলে মনে হয় অভিভাবকহীন, অযত্মে, অবহেলায় পড়ে আছে। দেখার কেউ নেই। বেশীর ভাগ নদী দখল হয়ে গেছে। এই ভাবে চলতে থাকলে আগামী দিনে সকল নদীই দখল হবার সম্ভাবনা আছে। পরিবেশবাদীরা মাঝে মধ্যে আন্দোলন করে জনগনকে সচেতন করে যায়। কিন্তু কে শুনে কার কথা--- আর কথা নয় এবার আপনাদেরকে ছবিতে ঢাকা সদর ঘাট দেখাচ্ছি--------------

সদরঘাটের নৌকা ও মাঝি--মাত্র দশ টাকায় ওপারে কেরানীগঞ্জ দেখতে গিয়েছিলাম---নদীর পানি দুষিত হওয়ার কারনে নাকে-মুখে রুমাল দিতে হয়---



সদরঘাট লঞ্চ টার্মিনাল





ঢাকা-বরিশাল-ঢাকা







সদরঘাটের নৌকা





সদরঘাটের পাড়---



বাবুবাজার ব্রিজ-সদরঘাট



বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট





ছবিঃ সিটিজি৪বিডি

বিষয়: বিবিধ

৩৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File