মিথ্যাচারে জামাত-শিবিরের জুড়ি নাই
লিখেছেন লিখেছেন পলাশ৭৫ ১৯ মে, ২০১৩, ১২:৪৭:৪৫ দুপুর
মিথ্যাচারে জামাত-শিবিরের জুড়ি নাই। এর ভুড়ি ভুডি প্রমান আছে।
গতকাল টাংগাইলের অখ্যাত একটা উপজেলার পৌর চেয়ারম্যান নির্বাচন হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান নির্বাচিত হয়েছে। কিন্তু মজিবরকে জামাতের বিজয় হিসেবে চিহ্নিতঁ করে ফেস বুকে তুমুল প্রচারনা চালাচ্ছে জামাতীরা।
Click this link
কেউ আবার এটাকে জামাতের উপর আল্লাহর খাস রহমত হিসেবে প্রচার করছে। ? ?
বলছে সারাদেশে নাকি জামাতের জয় জয়কার। এভাবে মিথ্যা দিয়ে নেতিয়ে পড়া ভাঙ্গা মনের কর্মীদের চাজ্ঞা করার ব্যর্থ প্রচেষ্টা আর কত?
মিথ্যাবাদিতায় জামাতীদের জুড়ি নাই, আবারও প্রামানিত
বিষয়: বিবিধ
২৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন