৩৪৫ মানুষ হত্যা করে মাত্র যাবতজীবন X-( :
লিখেছেন লিখেছেন পলাশ৭৫ ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩১:৩১ দুপুর
কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ
কাদের মোল্লার বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের মধ্যে রয়েছে, কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা, পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, আইনজীবী-সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা, কেরাণীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচরসহ পাশের আরো দু’টি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা।
এর চেয়ে কম অভি্যোগে বাচ্চু মাওলানার ফাসি দিছে।
একই অপরাধ, একজনের ফাঁসি আরেকজনের যাবতজীবন?
বিষয়: বিবিধ
১৫৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন