Time Out Thumbs Downচাঁদে মানুষের অবতরণ শুধুই নাটক Chatterbox ভয়ঙ্কর ধোঁকাবাজি Thumbs Down

লিখেছেন লিখেছেন আবু সাইফ ০২ এপ্রিল, ২০১৬, ০৪:৪৮:৪৩ বিকাল



১৯৬৯ সালের জুলাই মাসে এডউইন অলড্রিনকে সঙ্গে নিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণ করেন। সে সময় মাইকেল কলিন্স মূল নভোযানে অবস্থান করেন। এই ঘটনার সঙ্গে বিশ্বের প্রতিটা মানুষই কম বেশি পরিচিত।

কিন্তু এই ঘটনার পেছনে অনেক বড় একটা মিথ্যা আর প্রতারণা জড়িত ছিল। সেটা অনেকেরই অজানা। তবে মিথ্যা আর প্রতারণা বেশিদিন ঢাকা থাকে না। একদিন তা প্রকাশ হবেই।

হলিউডের সাবেক ক্যামেরাম্যান ম্যাক্স কানার্ড বিখ্যাত ওই ঘটনা অর্থাৎ চাঁদে অবতরণের প্রকৃত নাটকটা ফাঁস করে দিয়েছেন। ৮১ বছর বয়সী ওই ক্যামেরাম্যান একটু ব্যঙ্গ করে বলেন, ১৯৬৫ সালের গ্রীষ্মে আমি প্রথম চাঁদে হেঁটেছি। সেই হিসেবে নীল আর্মস্ট্রংয়ের চার বছর আগেই তিনি চাঁদে অবতরণ করেছেন!

আন্তর্জাতিক অনলাইন ম্যাগাজিন ওজিকে দেয়া এক সাক্ষাতকারে ম্যাক্স বলেন, এতদিন ধরে আপনারা যা জেনে এসেছেন তা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। অবশ্যই এটা ঠিক আমি বা অ্যাপোলোর কেউ সত্যিই চাঁদে পা রাখি নি। আর আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই এই ঘটনাকে ইতোমধ্যেই সন্দেহের তালিকায় রেখেছেন। তবে এ ঘটনায় আমি মোটেও গর্বিত নই। কারণ ওটা ছলচাতুরি ছাড়া আর কিছুই ছিল না।



তারা বলেছিল এটা মানুষের জন্য একটা সামান্য মিথ্যা। কিন্তু এটা পুরো মানবজাতির জন্য একটা ভয়ঙ্কর ধোঁকাবাজি।

আসলে আমরা একটা নকল মুভি তৈরি করেছিলাম। তৎকালীন সময়ে তেহরানে বন্দি থাকা ছয় মার্কিনিকে মুক্তির জন্যই শুধু এটা করিনি। বরং এটা করেছিলাম দুই কোটি মানুষকে বাঁচানোর জন্য। ধরে নিন এটা বড় ধরনের ঠকবাজী অথবা সরকারের ষড়যন্ত্র।

ম্যাক্সের মতে, চাঁদে মানুষের অবতরণ ছিল রাজনীতির একটা অংশ। আসলে এটা শীতল যুদ্ধে জয়লাভের উদ্দেশেই করা হয়েছিল। আর আমার মনে হয় এটা অনেকের জন্যই সুফল বয়ে এনেছিল। আমি এটা বলতেই পারি নাসার অ্যাপোলো বাজেটের ক্ষেত্রে তা অবশ্যই সফল।

তবে ওই ঘটনা হলিউডের কোনো স্টুডিওতে ধারণ করা হয়নি। এটা লন্ডনের উত্তরাংশে ধারণ করা হয়।

নিশ্চয়ই এখন আপনাদের মনে হচ্ছে আমি এত কিছু কিভাবে জানলাম? আমাকে তো জানতেই হবে। কারণ আমিই তো ছিলাম ওই ফিল্মের ক্যামেরাম্যান।

কিভাবে ওই ফিল্মে আমি যোগ দিলাম তা একটু বলে নেই। ১৯৬৪ সালে ড. স্ট্রেঞ্জলাভার মুভিটা দেখে আমার জীবন বদলে যায়। আর ততদিনে আমি জানতে পারলাম এর ডিরেক্টর স্টেনলি কুবরিক তার পরবর্তী মুভির জন্য একজনকে খুঁজছেন যিনি তাকে সাহায্য করতে পারবেন। আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই এর জন্য আবেদন করলাম। এরপর কুবরিক আমাকে ডাকলেন। সেখানে গিয়ে আমি জানতে পারলাম কুবরিক মহাকাশ ভ্রমণের ওপর ওপর একটা মুভি বানাবেন। আর তা অবশ্যই বিজ্ঞানভিত্তিক হতে হবে।এরপর কুবরিক আমাকে তার কাজের জন্য চূড়ান্ত করলেন।এরপর আমাকে একটা কন্ট্রাক্টে সই করতে হলো।

সেখানে আমি বহু খ্যাতনামা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং সায়েন্স ফিকশনের লেখককে আসা যাওয়া করতে দেখেছি।

১৯৬৫ সালে গ্রীষ্মের শুরুতে আমি আমার স্ত্রী, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করি। আর সেখানেই ওই বিখ্যাত প্রতারণামূলক ফিল্ম তৈরির কাজ করি আমরা।



প্রথমদিকে আমি ওই ফিল্মের কিছুই বুঝতে পারছিলাম না। পরে যখন জানলাম আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম। তবে আমাদের কাছ থেকে যে কাগজে সই নেয়া হয়েছিল, সেখানে লেখা ছিল রাশিয়ার কাছে আমরা দূর্বল হয়ে পড়েছি। তাদের অনেক বেশি ক্ষেপণাস্ত্র, অনেক বেশি সৈন্য এবং অনেক অনেক বেশি মহাকাশ গবেষণামূলক প্রোগ্রাম রয়েছে। তারা ১৯৬৭ সালের দিকে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। তাদের ওই পরিকল্পনা বাস্তবায়নের আগেই নাসার উদ্যোগে চাঁদে প্রথম মানুষ আমেরিকা থেকেই পাঠাতে হবে।

আমরা ভেবেছিলাম এটা আমাদের দেশের জন্য করা হচ্ছে। আর যখন দেশগুলোর মধ্যে শীতল যুদ্ধের অবসান হবে তখন নিশ্চই এই সত্যিটা বেরিয়ে আসবে।

১৯৬৮ সালে আমাদের ফিল্মের পুরো কাজ সম্পন্ন হয়ে গেল। এখন শুধু সেটা দর্শকদের দেখানোর অপেক্ষা। ১৯৬৯ সালের ২০ জুলাই আমাদের ধারণকৃত সেই ফিল্মটা আমেরিকার টেলিভিশনগুলোতে লাইভ প্রচারিত হচ্ছিল। লাখ লাখ আমেরিকান অধীর আগ্রহ নিয়ে তা উপভোগ করছিল।

উৎসঃ জাগো নিউজ

http://www.first-bd.net/newsdetail/detail/200/202023

সংবাদ >> আন্তর্জাতিক

02 Apr, 2016

[প্রকাশের কিছুক্ষণ পরেই লেখাটি মুছে ফেলা হয়]

বিষয়: বিবিধ

১৬২২ বার পঠিত, ৪২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364419
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৮
তট রেখা লিখেছেন : চাঁদে যে মানুষ যায়নি তা ভালো করেই জানতাম, এখন প্রত্যক্ষদর্শী সাক্ষী পাওয়া গেল।
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৪
302274
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কিন্তু টুডেম্যাগাজিন খবরটা প্রকাশ করে আবার মুছে দিয়েছে কেন সেটাই বুঝলামনা!
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৪
302275
তট রেখা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খবরটির হেডলাইন দেখেছিলাম, পরে পড়ব মনে করেছিলাম, যখন পড়ার সময় পেলাম তখন আর নিউজ পেলামনা।
যাই হোক চাঁদে না যাওয়ার পিছনে হাজারো প্রমাণ আছে। কিছুদিন আগে স্ট্যানলি কুবরেকের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিলো, অবশ্য তার মৃত্যুর পরে। Good Luck Good Luck Good Luck
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৬
302318
গাজী সালাউদ্দিন লিখেছেন : http://www.jagonews24.com/international/news/90532/চাঁদে-মানুষের-অবতরণ-শুধুই-নাটক
নিউজের শেষ দুই লাইন খুব মন দিয়দিয়:দিয়ে পড়বেন
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৬
302319
গাজী সালাউদ্দিন লিখেছেন : http://www.jagonews24.com/international/news/90532/চাঁদে-মানুষের-অবতরণ-শুধুই-নাটক
নিউজের শেষ দুই লাইন খুব মন দিয়দিয়:দিয়ে পড়বেন
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৭
302320
গাজী সালাউদ্দিন লিখেছেন : http://www.jagonews24.com/international/news/90532/চাঁদে-মানুষের-অবতরণ-শুধুই-নাটক
নিউজের শেষ দুই লাইন খুব মন দিয়দিয়:দিয়ে পড়বেন
364423
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৯
পললব লিখেছেন : এই ঠকাবাজি ধরা খাবে বলে নতুন করে কেউ আর চাঁদে যাওয়ার খবর বের করে না। ধন্যবাদ।
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২২
302281
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৪
302321
গাজী সালাউদ্দিন লিখেছেন : http://www.jagonews24.com/international/news/90532/চাঁদে-মানুষের-অবতরণ-শুধুই-নাটক
নিচের দুই লাইন খুব মন দিয়ে পড়ুন
364427
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবই তো মিথ্যে ইতিহাস হয়ে যাচ্ছে! প্রথমে শুনেছি এপ্রিল ফুলের ইতিহাস বানোয়াট আর এখন বলছেন চাঁদে অভিযান মিথ্যে। তাহলে আমরা কি মিথ্যার ইতিহাস-ই এতদিন জেনে আসছি?
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫০
302284
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
শাসকবর্গ চিরদিনই জনসাধারণকে মিথ্যে ইতিহাস দিয়ে আচ্ছন্ন করে রাখে!

বর্তমানে আমাদের দেশে যা হচ্ছে সেটা দিয়েও অনুমান করতে পারেন!

ইসলামের ইতিহাসেরও অনেক বিষয়ে পরস্পরবিরোধী এমনসব বর্ণনা আছে যেখান থেকে সত্যটা খুঁজে পাওয়া দুষ্কর!!

আসলে ইবলিশ তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে! তার কাজও চলতে থাকবে!

জাযাকাল্লাহ..
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৫
302322
গাজী সালাউদ্দিন লিখেছেন : http://www.jagonews24.com/international/news/90532/চাঁদে-মানুষের-অবতরণ-শুধুই-নাটক
নিচের দুই লাইন খুব মন দিয়ে পড়ুন
364446
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : মিথ্যা বলে আগেও শুনেছিলাম৷ আবারও পরিষ্কার হল৷ শোনা যায় তারা রসুল সঃ এর মোজেজা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দাগ দেখেছে৷ আর্মস্ট্রং মুসলমান হয়েছে৷ এ সবও তবে মিথ্যা নিশ্চয়৷ ধন্যবাদ৷
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:২০
302302
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
এখন তো তেমনই মনে হচ্ছে!!

আল্লাহতায়ালাই ভালো জানেন!
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৪
302316
গাজী সালাউদ্দিন লিখেছেন : পরিষ্কার হওয়ার জন্য এটা যথেষ্ঠ নয়! জাগো নিউজ অনলাইন পোর্টাল নিউজটা নিজেরা করে নাই, জাস্ট কপি পেস্ট করেছে। আর এই নিউজটা আবার বিডি ম্যাগাজিন কপি করেছে। তারপর কপি করেছে সাইফ ভাই। অথচ যে অজি নামের পত্রিকায় সাক্ষাৎকার ছেপেছে, তার কোন লিংক দেয়া নেই, নেই সাক্ষাতকারের তারিখ! এতো সহজে জানাকে অজানা, অজানাকে জানলে ক্ষণে ক্ষণে মাথা নষ্ট না হয়ে উপায় থাকবেনা।
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৬
302323
গাজী সালাউদ্দিন লিখেছেন : http://www.jagonews24.com/international/news/90532/চাঁদে-মানুষের-অবতরণ-শুধুই-নাটক
নিচের দুই লাইন খুব মন দিয়ে পড়ুন
০২ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৬
302328
আবু সাইফ লিখেছেন : @গাজী সালাউদ্দিন :
কপি করেছে সাইফ ভাই।
আমি আবু সাইফ
Crying Crying Don't Tell Anyone

শেষে বলা হয়েছে-
পাঠককে বোকা বানাতে এপ্রিল ফুলের জন্য এই খবরটি প্রচার করেছে ওজি ম্যাগাজিন ।

কিন্তু এই পোস্টের ১নং ছবিটা দেখুন- একজনের দুটো ছায়া এবং দু'দিকে - ব্যাখ্যা দিতে পারেন কেউ??
এটাই তো প্রমান করে যে, স্যুটিং হয়েছে- ওটা চন্দ্রপৃষ্ঠের ছবি নয়!
364476
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩২
০২ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৩
302325
আবু সাইফ লিখেছেন : শেষে বলা হয়েছে-
পাঠককে বোকা বানাতে এপ্রিল ফুলের জন্য এই খবরটি প্রচার করেছে ওজি ম্যাগাজিন ।

কিন্তু এই পোস্টের ১নং ছবিটা দেখুন- একজনের দুটো ছায়া এবং দু'দিকে - ব্যাখ্যা দিতে পারেন কেউ??
এটাই তো প্রমান করে যে, স্যুটিং হয়েছে- ওটা চন্দ্রপৃষ্ঠের ছবি নয়!
364477
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩২
364478
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : নিউজের শেষের দুইটি লাইন খুব মন দিয়ে পড়বেন
০২ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৩
302326
আবু সাইফ লিখেছেন : শেষে বলা হয়েছে-
পাঠককে বোকা বানাতে এপ্রিল ফুলের জন্য এই খবরটি প্রচার করেছে ওজি ম্যাগাজিন ।

কিন্তু এই পোস্টের ১নং ছবিটা দেখুন- একজনের দুটো ছায়া এবং দু'দিকে - ব্যাখ্যা দিতে পারেন কেউ??
এটাই তো প্রমান করে যে, স্যুটিং হয়েছে- ওটা চন্দ্রপৃষ্ঠের ছবি নয়!
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৮
302518
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এটি খুব পুরনো বিতর্ক। চাঁদে যে মানুষ যায় নি তার পক্ষে অনেক শক্ত যুক্তি আছে। হলিউড এর বিখ্যাত মুভি নির্মাতা একবার বোমা ফাটিয়েছিলেন এ নিয়ে কিছু তথ্য দিয়ে। আমার কাছে এই মুহুর্তে লিংক নেই। থাকলে দিতাম।
364480
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : পাঠককে বোকা বানাতে এপ্রিল ফুলের জন্য এই খবরটি প্রচার করেছে ওজি ম্যাগাজিন
০২ এপ্রিল ২০১৬ রাত ১০:১৯
302324
বিবর্ন সন্ধা লিখেছেন : হি হি হি
কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা আল্লাহ ই ভালো জানেন
মিডিয়া ডাইনে গেলে আমরা ও ডাইনে যাই, আর বায়ে গেলে আমরা ও বায়ে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৪
302327
আবু সাইফ লিখেছেন : শেষে বলা হয়েছে-
পাঠককে বোকা বানাতে এপ্রিল ফুলের জন্য এই খবরটি প্রচার করেছে ওজি ম্যাগাজিন ।

কিন্তু এই পোস্টের ১নং ছবিটা দেখুন- একজনের দুটো ছায়া এবং দু'দিকে - ব্যাখ্যা দিতে পারেন কেউ??
এটাই তো প্রমান করে যে, স্যুটিং হয়েছে- ওটা চন্দ্রপৃষ্ঠের ছবি নয়!
০২ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৯
302330
গাজী সালাউদ্দিন লিখেছেন : সে যাই হোক। পরে চন্দ্র অভিযানকে ভিত্তি করে নানা ছবিই তোলা যেতে পারে। আমি এটাও বলার চেষ্টা করছিনা, চন্দ্রে মানুষ গেছেই।

আপনার লেখাটি কিন্তু পত্রিকার নিউজটাকে কেন্দ্র করেই। জাস্ট এটাই বুঝানোর চেষ্টা করলাম, আমরা কেবল বোকা হয়েই চলেছি। শুধু আমি আপনি নই, যে পত্রিকা সাংবাদিকের মাধ্যমে আমরা সংবাদ পাই, তারাও। জাগো অন্যদের জাগাতে গিয়ে নিজেরাই ঘুমিয়ে ঘুমিয়ে নিউজ করেছে!
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩১
302538
আবু সাইফ লিখেছেন :
ঠিকই বলেছেন- আসলে আমাদের সামর্থ্যও সীমিত- এমন জটিল চন্দ্রাভিযানের খবরের সত্যতা উদ্ঘাটনে অক্ষম!! সুতরাং.....।
364485
০২ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৭
আবু সাইফ লিখেছেন : অলড্রনের হেলমেট গ্লাসে যে ছবি দেখা যায় সেটা তার সামনের পরিবেশ প্রতিফলিত হয়েছে! সেখানে কি কি দেখা যায়??

১০
364503
০৩ এপ্রিল ২০১৬ সকাল ০৭:২৮
চেতনাবিলাস লিখেছেন : শুধু চাঁদে অবতরণ ই নয় আমেরিকার বিজ্ঞানী নামক শয়তান গুলো বিজ্ঞানের অনেক বিষয় নিয়েও এভাবেই ধোকাবাজি করে যাচ্ছে | মানুষকে নাস্তিক বানাতে এরা দিনের পর দিন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে |
০৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৮
302361
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত

কিন্তু বাস্তবতা হলো, এসব মিথ্যা নগদে শণাক্ত করা ও প্রতিবাদ করার আপাতঃকোন পথ নেই!
১১
364506
০৩ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : ৪৫ বছর আগে যদি চাঁদে ল্যান্ড করেই থাকতো তাহলে এতদিনে চাঁদে কিছু দালানকোঠা নির্মান হয়ে যাবার কথা । বিজ্ঞান তো এই ৪৫ বছরে অনেক এগিয়েছে বলে দাবী করা হয় ।
০৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫০
302362
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমারও তাই মনে হয়!
দালানকোঠা না হলেও নিদেনপক্ষে একটা ল্যাব তো হতে পারতো!!

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১২
364604
০৪ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান। যখন প্রযুক্তিতে দুনিয়া অনেক পিছিয়ে ছিল তখন চাঁদে গিয়েছে, এত আধুনিক প্রযুক্তি আর যন্ত্রপাতি নিয়েও কেন তারপর গত ৪৫ বছরে একবারও আর যায় নি? চাঁদে কোন বাতাস নেই। আমেরিকান পতাকা পতপত করে উড়লো কিভাবে? এসব প্রশ্নের কোন সদুত্তর প্রতারকরা দিতে পারবে না।
০৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৬
302470
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঠিক বলেছেন!
১৩
364611
০৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ পত্রিকার শেষের লাইনগুলো ভালো করে পড়ুন। তবে বুঝতে পারবেন আপনাকে আমাকে কি বোকা বানানো হলো। পাঠককে বোকা বানাতে এপ্রিল ফুলের জন্য এই খবরটি প্রচার করেছে ওজি ম্যাগাজিন।

০৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৬
302469
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সেটা আরেকটা ধোঁকাবাজি!
৯নং মন্তব্যের ছবিটা দেখে প্রশ্নের জবাব বের করুন তো! দেখি পারেন কি না!
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:০৬
302531
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ কোনটা বিশ্বাস করবো???????????????
০৭ এপ্রিল ২০১৬ রাত ১০:২১
302755
আবু সাইফ লিখেছেন : সাধারণের পক্ষে চূড়ান্ত সত্যে পৌঁছানো দুঃসাধ্য! তাই নিজের বিশ্বাস যেটাই হোক না কেন, সেটার পক্ষ বা বিপক্ষে জোর করে কিছু না বলাই উত্তম! আল্লাহতায়ালাই ভালো জানেন!
১৪
364915
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২২
আনিসুর রহমান লিখেছেন : It was commonly said if someone else told one lie he would need another 100 lie too escape from the situation
That is why they said that very soon they land on Mars!!!
০৭ এপ্রিল ২০১৬ রাত ১০:২২
302756
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঠিকই বলেছেন,
এরপর বলবে বৃহস্পতিতে পা রাখলাম বলে..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File